নবাবগঞ্জ(দিনাজপুর)সৈয়দ হারুনর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ থেকে অপহৃত মোছা,মিশনি আরা ওরফে রুমি আকতার(১৭) নামে এক কিশোরীকে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে গত শুক্রবার নবাবগঞ্জ থানায় একটি অপহরনে অভিযোগে মামলা দায়ের হয়েছে। জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুরগ্রামের সাইদুর রহমানের স্ত্রী মোছা হামিদা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে গাইবান্ধা জেলার
সাদুল্যাপুর উপজেলার ছাইগাড়ী গোবিন্দপুর গ্রামের রেজাউল করিমের ছেলে মো.শাকিল(২০)কে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায় মামলার বাদী হামিদা খাতুন নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় বাসা ভাড়া করে থাকেন। সেখানে তার সাথে এতিম পালিত কণ্যা অপহৃত মোছা, মিশনি আরা ওরফে রুমি আকতারও থাকে। যে কিনা বাদীর মেয়ে সাদিয়া বিনতে সাইদ(৯) কে দেখাশুনা সহ বাসায় সাংসারিক টুকিটাকি কাজ করে। প্রায় দুই বছর পূর্বে মামলার বাদী তার পিতার বাড়ী সাদুল্যাপুরের ছাইগাড়ী গ্রামে বেড়াতে গেলে তার পালিত কণ্যার সাথে মামলার অভিযুক্তের পরিচয় ঘটে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এমতাবস্থায় গত ৪ আগষ্ট বেলা ১১ টার দিকে ভাদুরিয়ায় তার বাসার বাইরে বের হলে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে তার পালিত মেয়েকে অপহরন করে নিয়ে যাওয়া হয়। তিনি পালিত কণ্যাকে কোথাও খুজে না পেয়ে ওই দিনই নবাবগঞ্জ থানায় একটি জিডি
করেন। পরবর্তীতে তিনি জানতে পারেন তার পালিত কণ্যা মামলার অভিযুক্ত শাকিলের বাড়ীতে আছে। সেখান থেকে তাকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়।রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৪ টায় মামলার তদন্তকারী অফিসার এস,আই বাবুল ইসলাম জানান অপহৃতকে উদ্ধার করে জবানবন্দি দেয়ার জন্য শনিবার ০৮ আগষ্ট আদালতে নেয়া হয়েছে।