মানিক দাস // নব নির্বাচিত চাঁদপুর জেলা সিএনজি চালিত অটো রিক্সা, ট্যাক্সী ও ট্যাক্সীকার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৫০৩) এর পক্ষ থেকে জেলা প্রশাসক অন্জুনা খান মজলিশের সাথে দেখা করে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। একই সাথে সংগঠনের ও চালক ও শ্রমিকদের বিভন্ন বিষয় নিয়ে স আলোচনা করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন নব নিবাচিত সভাপতি কাজি ওমর ফারুক,সিনিঃ সহ সভাপতি মিন্টু বেপারী,সহ সভাপতি আঃলতিফ খান,সহ সভাপতি ফয়সাল হাওলাতার, সাধারণ সম্পাদক সলিম গাজি,সহ সম্পাদক সুমন প্রধানিয়া,দপ্তর সম্পাদক শামীম মিজি,প্রচার সম্পাদক সবুজ মিয়া,ক্রিয়া সম্পাদক তাফাজ্জল হোসেন, লাইন ও সড়ক সম্পাদক তাজুল ইসলাম হাওলাদার ও সম্মানিত সদস্য ইয়াছিন লিটন সহ নেত্রী বিন্দু।