মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মানিক দাস বিনা প্রতিদ্বন্দ্বিত দপ্তর সম্পাদক নির্বাচিত  মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহন সরকারের জানাজা সম্পন্ন কাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন চাঁদপুরে প্রথমবারের মত আধুনিক পদ্ধতিতে  দাঁতের চিকিৎসা বিষয়ক কর্মশালা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের নামে ওষুধের দোকানির প্রতারণা // ভোক্তা অধিদপ্তরের অভিযান  পুলিশের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নেই,,,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিপুল পরিমাণ ইয়াবা সহ কচুয়া ও হাজীগঞ্জ থেকে দু মাদক কারবারি আটক 

নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ চান নাসিম

  • আপডেটের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
  • ২৫৯ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ধানম-িতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এই মন্তব্য করেন। এই আলোচনা সভার সভাপতিত্ব করেন করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক মো. হামিদুল হক। এতে নাসিম বলেন, আমরা সবার অংশগ্রহণে নির্বাচন চেয়েছিলাম। এখনো আমরা চাই বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক। জনগণ যে রায় দেয়, সে রায় আমরা মেনে নেব। জনগণের ওপর আস্থা রাখতে হবে। এখন দুনিয়া তথ্য-প্রযুক্তির যুগ। কেউ কিছু করতে পারবে না। সবাই দেখবে বাংলাদেশের, সারা দুনিয়া দেখবে কীভাবে দেশে নির্বাচনে কারচুপি হচ্ছে কি হচ্ছে না। যদি তাই হতো তাহলে আমরা সিটি করপোরেশনে হারতাম না।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ জনগণের রায় মেনে নেবে উল্লেখ করে নাসিস বলেন, বলতে চাই নির্বাচনে আসুন, নির্বাচন করুন। সত্তর সালে বঙ্গবন্ধু মার্শাল ল’ এর মাঝে নির্বাচন করেছিল। ওই রায়ের মাধ্যমে বঙ্গবন্ধু জনগণের ম্যান্ডেট পেয়েছিল বলে দেশ স্বাধীন হয়েছিল। জনগণের ভোটের ব্যালট হচ্ছে বুলেটের চেয়ে শক্তিশালী। আমরা বলতে চাই জনগণের ওপর আস্থা রাখুন। জনগণ যে রায় দেবে, আমরা তা মেনে নেব। নির্বাচনের মাঠ ছেড়ে বিএনপিকে পালিয়ে না যাওয়ার অনুরোধ করে নাসিম বলেন, দীর্ঘদিন বিরোধী দলে ছিলাম, নির্যাতন সহ্য করেছি। ভয় তো পাইনি। ইলেকশন ছেড়ে কোনো দিন যাইনি। তাই আবারও বলব, ইলেকশনে আসুন, মাঠ ছেড়ে পালিয়ে যাবেন না দয়া করে। মানুষকে জ¦ালানোর চেষ্টা করবেন না। আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বারবার এক্সপেরিমেন্ট করা সম্ভব নয়। একবার এক নিয়মে হবে আর একবার আর এক নিয়মে হবে সেটা করা সম্ভব নয়। সংবিধান বলে দিয়েছে কোনভাবে নির্বাচন হবে। জনগণ যাকে ইচ্ছে ভোট দিবে।

নাসিম আরো বলেন, আমরা দেখেছি এই দেশের বিচারকরা জিয়াউর রহমানের সামরিক শাসনের প্রেসিডেন্ট হয়েছে, এরশাদের সামরিক শাসনের প্রেসিডেন্ট হয়েছে। আমি বলতে চাই এই দেশে অনেক কিছুই হয়েছে যার অসঙ্গতি দূর করেছেন একমাত্র শেখ হাসিনা। একজন হত্যাকারীকে আপনি শাস্তি দেবেন না, তা হতে পারে না। সম্প্রতি সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে উল্লেখিত একটি বিষয়ের সমালোচনা করে নাসিম বলেন, ‘আমি পার্লামেন্টের ছয় বার সদস্য নির্বাচিত হয়েছি। বলা হলো পার্লামেন্টে নাকি অজ্ঞরা বসে আছে। আমি জিজ্ঞাসা করি যেদিন পার্লামেন্টে খুনিরা বসে ছিল, বঙ্গবন্ধুর হত্যাকারীরা পার্লামেন্টের বিরোধী দলের নেতা হয়েছিল, সেদিন কেন বলা হয়নি যে পার্লামেন্টে খুনিরা বসে আছে?

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com