মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ // আটক ১৬ মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রাম পুলিশকে দিকনির্দেশনা  বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শুভ উদ্ধোধন করা হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এন্ড ক্যাটারিং  নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  মতলব উত্তরে কবরস্থানে উন্নয়নে গাছ কর্তনে বাঁধা ; গ্রামবাসীর মানববন্ধন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

  • আপডেটের সময় : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৮০ বার পঠিত হয়েছে

মানিক দাস, চাঁদপুর ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে তা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলণ করা হবে। জেলার সকল সরকারি বেসরকারি ভবনে বিভাগীয় প্রধানের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে হবে। পবিত্র ঈদের দিন নতুন কাপড়ের তৈরি জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত ব্যানার দ্বারা শহরের পৌর পার্ক, শপথ চত্বর, কলেজ মাঠ, পুরাণবাজার ঈদগাহ সহ গুরুত্বপূর্ণ স্থান সজ্জিত করার জন্য ইসলামিক ফাউন্ডেশনকে চাঁদপুর পৌরসভার সহযোগিতা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।


পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শিশু কিশোররা যাতে বড় স্টেশন মোলহেডে আনন্দ করতে পারে সেই জন্য ইলেকট্রিক যে রাইডারটি স্থাপন করা হয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হবে। পবিত্র ঈদ-উল ফিতরের দিন আবহাওয়া অনুকুল না থাকলে পৌর ঈদগাহর প্রধান জামাত স্থানীয় চৌধুরী জামে মসজিদ ও কালেক্টর জামে মসজিদে সকাল ৮টায় অণুষ্ঠিত হবে। পুরাণবাজার মধুসুদন মাঠের পরিবর্তে পুরাণবাজার জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া দূর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে চাঁদপুর সরকারি কলেজ মাঠের ঈদের জামাত আব্দুল করিম পাটওয়ারী জামে মসজিদে ও সরকারি কলেজ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আউটার স্টেডিয়ামের ঈদের জামাত নিকটবর্তী গোর-ইগরিবা জামে মসজিদে সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যান্য এলাকার ঈদের জামাত যথারীতি মাঠ সংলগ্ন ও নিকটবর্তী মসজিদে অনুষ্ঠত হবে। আবহাওয়া প্রতিকুলে থাকলে স্ব স্ব ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন ও ঈদের পরের ৩ দিন মেঘনা নদীতে ছোট নৌকা ও ট্রলারে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে মাইক ও ডেস্কসেট বাজাতে না পারে সেই দিকে কোস্ট গার্ড ও নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

কোন বিতর্কিত ব্যক্তিকে ঈদের জামাতের ইমামতিতে নিয়োগ দেওয়া যাবে না। ঈদের জামাত কমিটি আলোচনা করে নিরপেক্ষ ও সর্বজন ও সম্মানিত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ করবে। ঈদের জামাতে কেউ যাতে কোন আপত্তিকর বক্তব্য না দিতে পারে সেদিকে জামাত এন্তেজামিয়া কমিটি সতর্ক থাকতে হবে। ঈমামগণ খুতবায় জঙ্গীবাদ, উগ্রবাদ ও মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখবেন এবং এ্যারাবিক খুতবার বিষয়বস্তু বাংলায় তরজমা করে মুসল্লিদের শুনাবেন। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধান ঈদগাহ ও শহরের রাস্তা-ঘাট পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চাঁদপুর পৌরসভাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

লঞ্চ ও রকেট ঘাটে জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ককে ২টি টিম মেডিকেল টিম প্রস্তুত রাখার জন্য নির্দেশ রাখা হয়েছে। ঈদে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। মাদ্রাসা ঘাট ও রকেট ঘাটে দায়িত্ব প্রাপ্ত ২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সাথে চাঁদপুর মডেল থানা আইন শৃঙ্খলা রক্ষার্থে যোগাযোগ রক্ষা করবে। বড় স্টেশন লঞ্চ ঘাটে স্কাউট সদস্যদের দায়িত্ব পালন করবে। চাঁদপুর হতে বরিশাল ও দক্ষিনাঞ্চলগামী লঞ্চে মাত্রাতিরিক্ত যাত্রী ও মালামাল তোলা যাবেনা। নৌকা দিয়ে কেউ লঞ্চে উঠানামা করতে পারবে না। রাতে বালুবাহি কোন নৌযান নদীতে চলাচল করতে পারবে না।

কেউ যাতে লঞ্চ চলাচলের চ্যানেলে জাল না পেলে তা নিশ্চিত করা সহ লঞ্চ চলাচলের নিরাপদ রাখার জন্য পুলিশ সুপার, কোস্ট গার্ড কমান্ডার, জেলা মৎস্য কর্মকর্তা, উপ-পরিচালক বিআইডব্লিউ চাঁদপুরকে ব্যবস্থা গ্রহণকরার জন্য বলা হয়েছে। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে স্পেশাল লঞ্চের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে হবে। স্টিমার ও লঞ্চ ঘাটে চুরি, ছিনতাই, চাদাবাজী, পকেটমার, অজ্ঞান পার্টি ও প্রতারকদের তৎপরতা বন্ধে যানজট ও বিশৃঙ্খলা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষনিক নিয়োজিত রাখা হবে।

অগ্নি নির্বাপক যন্ত্রপাতি এবং একটি উদ্ধারকারী জাহাজ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রস্তুত রাখার জন্য বিআইডব্লিউ উপ-পরিচালক চাঁদপুর নির্দেশ দেওয়াহয়েছে। মাদ্রাসা ঘাট ও রকেট ঘাটে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং ফোর্স মোতায়েনের জন্য কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে অনুরোধ করা হয়েছে। সকল উপজেলায় নির্বাহী কর্মকর্থাগণ স্ব স্ব উপজেলার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। ঈদ-উল-ফিতর উপলক্ষে স্থাণীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় গৃহীত কর্মসূচি প্রচার সহ বিশেষ সংখ্যা প্রকাশ করার জন্য অনুরোধ করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী একটি বাণী যেন জেলা তথ্য অফিসের মাধ্যমে প্রচার করা হয়। চাঁদপুরের ঈদের প্রধান প্রধানজামাতগুলোতে ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে হবে। লঞ্চ ঘাট ও ট্রেন স্টেশনে যেন লঞ্চের সময়সূচি সাটানো হয়। পবিত্র ঈদের দিনে শহরের পাড়া মহল্লায় মাইক ও ডেস্কসেটে উচ্চ স্বরে গান বাজনার আয়োজন করে সর্ব সাধারণের বিরক্তি ঘটাতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশি টহল বৃদ্ধি করতে হবে।

বাসে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে ঈদের ২ দিন পূর্ব থেকে চাঁদপুর হতে দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী নৈশ কোচে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ঈদের সরকারি ছুটিতে সরকারি অফিস আদালতে স্ব স্ব নৈশ প্রহরী সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতে কালো বাজারীর হাতে লঞ্চ ও ট্রেনের টিকেট বিক্রি করা যাবে না। কোন অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। চাঁদপুর লঞ্চ ঘাটে পানির উপর অবৈধভাবে গড়ে উঠা হোটেলটি উচ্ছেদ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দ বদরুন নাহার চৌধুরী, নৌ পরিবহন কর্মকর্তা আঃ রাজ্জাক, হরিণা ফেরিঘাটের ব্যবস্থাপক মোঃ পারভেজ খান, লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার, নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ খলিলুর রহমান, আল-হেলাল জামে মসজিদে খতিব মাওলানা আব্দুর রহমান গাজী।

আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, বিআইটিএ টেকনিক্যাল অ্যাসিসটেন্ট জিয়াউদ্দিন, গণপূর্ত বিভাগের জাহাঙ্গীর আলম, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অর্থনৈতিক প্রভাষক নুরুন্নাহার, বিআইডব্লিউটিসির সোহেল আহমেদ, চাঁদপুরসরকারি কলেজের ইসলামি স্টাডিজের প্রভাসক মোঃ আল-আমিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, আঞ্চলিক পাসপোর্ট উপ-সহকারি পরিচালক মোঃ তাজ বিল্লাহ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ.এইচ.এম রাশেদ, জেলা তথ্য কর্মকর্তা নুরুল হক, চাঁদপুর মেডিকেল কলেজের ডাঃ মোঃ সাইফুল ইসলাম, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ডার মোঃ শাহনেওয়াজ হোসেন, কোস্টগার্ড স্টেশন কমান্ডার ফয়সাল বিন রশিদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com