পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণেএই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের একাংশের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যক্ষ নজরুর ইসলামের সভাপতিত্বে ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ, জেলা আ’লীগের সাবেক সদস্য ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম ফারুক, ভাইস-চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, জেলা আ’লীগের সাবেক সদস্য এ্যাড. জমসেদ আলী, বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউর রহমান বদি, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন উইলিয়াম, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জহুরুল হক পলান, রুমি শেখ, নজরুল ইসলাম. মনিরুল ইসলাম মনি, আদম আলীসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান অতিথি হিসেবে পুঠিয়া-দূর্গাপুরের আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান এমপি’র উপস্থিত থাকার কথা তাকলেও বিশেষ কারনে তিনি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানের শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।