মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন বলেছেন, প্রতিটি বাড়ীর আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নারীদের ভূমিকাই অনেক বেশী। একজন নারীই পারে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তিনি আরো বলেন, আপনাদেরকে প্রতিটি ক্ষেত্রে দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে। সম্প্রতি সময়ে ডেঙ্গু, ছেলেধরা, জঙ্গিবাদ ও আসছে পবিত্র ঈদুল আযহায় কোরবানীর পশুর বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত পানি ব্যবহার করে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
নাহয় সেখান থেকেই ডেঙ্গুসহ বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে নস্যাৎ করার জন্য একটি কু-চক্রী মহল সারাদেশে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ অপপ্রচার থেকে দলীয় নেতাকর্মীসহ সকলকে সতর্ক থাকতে হবে।
গতকাল ৫ আগষ্ট উপাদী উত্তর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উপাদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের নেত্রী ও ইউপি সদস্য রেহানা আক্তারের সভাপতিত্বে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা আওয়ামীলীগৈর সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা মেম্বার মুন্নি বেগম, শিক্ষার্থী মুন্নি আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত হোসেন প্রধান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোলেমান প্রধান, সহ-সভাপতি শাহ আলম, দেলোয়ার হোসেন মাস্টার, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, উপাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হেলাল উদ্দিন বকাউলসহ স্থানীয় নেতৃবৃন্দসহ শতশত মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।