দেলোয়ার হোসেন বেলাল
দ্বিতীয় বারের মতো ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী শোল্লা স্কুল এন্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা নাছিরুল ইসলাম চৌধুরী জুয়েল ।
২৬ ফেব্রুয়ারী (বুধবার) বিকেলে বিদ্যালয় অফিস কক্ষে নির্বাচনের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ( উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) শাহ্ আলী রেজা আশ্রাফীর উপস্থিতিতে কমিটির সকল সদস্যদের সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন নাছিরুল ইসলাম চৌধুরী (জুয়েল)।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো. আরিফ ছিদ্দিক মাসুদ ভূঁইয়া, দাতা সদস্য আবু হাসনাত নয়ন পাটওয়ারী, কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান, বিদ্যালয়ের দাতা সদস্য শফিউল আযম শুকু পাটওয়ারী, আবদুল মালেক মহন মোল্লা, মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া মঞ্জু, জুলকার হোসেন চৌধুরী আরিফ প্রমূখ।
এর আগে ২৪ ফেব্রুয়ারী (সোমবার) স্কুল এন্ড কলেজের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য আবু হাছনাত নয়ন পাটওয়া, কলেজ শাখায় সদস্য মো. আব্দুল মালেক পাটওয়ারী ও মো. খোরশেদ আলম নির্বাচিত হয় এবং স্কুল শাখায় অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে মো. আব্দুল কুদ্দুছ পাটওয়ারী ও মো. আবু হানিফ সর্দার নির্বাচিত হয়।