এমকে মানিক পাঠান
চাঁদপুরের ফরিদগঞ্জে সখের কবুতরকে নিজের বাড়ির ছাদে বসে খাবার দিচ্ছিলেন ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র কামরুল হাছান রিহাব। এক পর্যায়ে পা ফসকে রিহাব ছাদ থেকে পড়ে যায়। ডাকচিৎকার শুনে মুমূর্ষ অবস্থায় রিহাবকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল পের ঢাকায় প্রেরনের পর মৃত্যুর খোলে ঢলে পড়ে রিহাব। মেধাবী ছাত্র রিহাবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
এলাকাবাসী ও মৃতের পারিবারিক সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায়ে শুক্রবার রিহাব তার শখের কবুতর গুলোকে খাবার দিতে ছাদে যান তিনি। খাবার দিয়ে রিহাব রেলিং বিহীন ছাদের একপাশে চেয়ারে বসে কবুতর দেখছিলেন। হঠাৎ চেয়ার হেলে গিয়ে রিহাবের পা ফসকে সে ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যায়।
এ উপজেলার খাঁড় খাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মেধাবী ছাত্র ছিলেন, জীবনে শিক্ষা জীবনে রিহাব ক্লাস ওয়ান থেকেই পঞ্চম শ্রেনী পর্যন্ত সব সময় রোল নং ১ হিসেবে মনোনিত ছিলো তার। এ বছর পঞ্চম শ্রেণী সমাপনি পরীক্ষায় অংশ নিয়েছেন শিশু রিহাব। পড়া-লেখার পাশা পাশি রিহাব ছিলেন পাখি প্রেমী । তাই নিজেদের বিল্ডিং এর ছাদেই কবুতর পালতো।
এদিকে রিহাবের অকাল মৃত্যুতে রিহাবের স্কুল জীবনের সহপাঠির,শিক্ষকগনসহ ছাড়াও পুরো এলাকা জুড়ে শোকের মাতন বইছে। রিহাবের বাবা বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিরবি) এর একজন কর্মকর্তা দুলাল তপদার সহ পরিবারের লোকজন হতবিহ্বল হয়ে আছে।