মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Каким образом онлайн-казино привлекают игроков с использованием соревнований বাগাদী চৌরাস্তায় আগুনে পুড়ে ছাই ১০ ব্যবসা প্রতিষ্ঠান চাঁদপুর পাটোয়ারী  নিউজ পেপার এজেন্সির ম্যানেজার কানু রাহুতের পরলোকগমন  বোচাগঞ্জে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত ৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে  রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকের উপর হামলা  চাঁদপুরে বন্ধুর বাসায় ডেকে নিষ্ঠুর হামলা দুই হিজরা গ্রেফতার মতলব উত্তরে দুই দিনে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ চাঁদপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মতলব Онлайн гэмблинг-платформа с богатыми премиями и значительной лояльностью.

ফরিদগঞ্জে ছাত্রলীগের সাবেক নেত্রী শেলীর দলীয় প্রতীক নৌকা পাওয়ার আশায়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৯৪ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি
ফরিদগঞ্জে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার প্রচারনা করলেও এখন বোনের দলীয় প্রতীক নৌকার পাওয়ার আশায় নির্বাচনে প্রতিদ্বণ্ধীতা করার মনোয়ন পত্র নেয়নি পৌরসভার ওয়ার্ড কমিশনার জামাল হোসেন। তবে তারই বোন ছাত্রলীগের এক সময়ের তুখোড় নেত্রী শেলী আক্তার মনোনয়ন পত্র নিয়ে এখন তার দলীয় প্রতীক নৌকা পেতে দৈাড়ঝাপ করছেন।
গত উপজেলা পরিষদ নির্বাচনে শেফালী আক্তার শেলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ওই নির্বাচনে তীব্র প্রতিন্ধীতার মধ্যে পড়ে শেলী তার জীবনের প্রথম নির্বাচনে ৩৫ হাজার ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।
ফরিদগঞ্জের পশ্চিম বড়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য গনি মেম্বারের বড় মেয়ে শেলী আক্তার শেলী ও ছোট ছেলে জামাল উদ্দীন। ৫ বোন ৩ ভাইয়ের মধ্যে শেলী সবার বড়। শেলীর প্রয়াত স্বামী আ সম ম ফয়সাল আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার পাশাপাশি ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । জামাত শিবিরের হামলার শেলীর স্বামী ছাত্রলীগেরই সাবেক নেতা ফয়সাল আহত হয়ে হাসপাতালে ভর্তির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফয়সালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এ সুবাদে ছাত্রলীগের সাবেক নেত্রী শেলী ও তার প্রয়াত স্বামী ফয়সালের মধ্যে রয়েছে আওয়ামীলীগের রাজনীতির আদর্শ ।
ঢাকায় বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেলী আক্তার শেলী বিগত সময়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধ’ ডিগ্রী কলেজ ও পরে ঢাকার জগন্নাৎ বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের বিভিনগুরুত্বপূর্ন œ পদে থেকে দলের স্বার্থে রাজনীতি করে সবার মধ্যে ছাত্রলীগের নেত্রী হিসেবে শেলী সর্বমহলে পরিচিত মুখ। । বিগত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রথম নির্বাচনে শেলী আক্তার শেলী প্রায় ৩৫ হাজার ভোট পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
অপরদিকে তারই ভাই জামাল উদ্দীন পৌর যুবলীগের সাবেক আহবায়ক হওয়ার পূর্বে ফরিদগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কমিশনার পদে নির্বাচন করে জয়লাভ করার সুবাদে বর্তমানে তিনি কমিশনারও বটে। শুধু তাই নয়, প্রথমে ছাত্রলীগ পরে যুবলীগ ও বর্তমানে উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে থাকলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষনা দিয়েছে।
শেলীর ভাই যুবলীগের নেতা ও পৌরসভার ৫নং ওয়ার্ড কমিশনার জামাল হোসেন বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বোন শেলী আক্তার শেলীর রাজনীতিক ইতিহাস বিবেচনা রেখে মেয়র পদে আমার বোনকে নৌকা প্রতীক দিবে এই আশায় আমি মেয়র পদে স্বতন্ত্রী প্রাথী হিসেবে নির্র্বাচন করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছি।
এদিকে মেয়র পদে নির্বাচন করেত নৌকা প্রতীক দাবিদার শেলী আক্তার শেলী বলেন, দলের স্বার্থে আমার অতীত রাজনীতি বিবেচনা করে জাতির জনকের কন্যা আওয়ামীলীগ নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নারী প্রার্থী হিসেবে নৌকা প্রতীক দেয় তাহলে একজন নারী হিসেবে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সাথে নিয়ে আমিও নৌকা প্রতীকের জয় নিশ্চিত করে তা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার আশায় আমার অপেক্ষার প্রহন গুনছি। অপর এক প্রশ্নের জবাবে শেলী আরো বলেন, আমার ভাই যুবলীগের নেতদা জামাল হোসেন নির্বাচনে ৫নং ওয়ার্ডে নির্বাচনের মাধ্যমে কমিশনার হয়েছে এর আগে আমার প্রয়াত বাবাও নির্বাচনে মেম্বার হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com