সিভিল সার্জন কার্যালয়ে হাজির হতে ফরিদগেঞ্জর রঞ্জুরানী পালকে চিঠি
ষ্টাফ রিপোর্টার
ডাক্তার না হয়েও ডাক্তার সেজে নিজের নামে চিকিৎসা ব্যবস্থার প্যাড ব্যবহার করেন রঞ্জুরানী পাল। তার অবৈধ চিকিৎসা দেয়ার বিরুদ্ধে এবার স্বারক সম্বলিত সরকারি চিঠি দিয়েছে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লা। চিঠির মাধ্যমে রঞ্জু রানী পালের কাছে জানতে চেয়েছে রোগীদেরকে তার চিকিৎসা প্রদানের যোক্তিকতা সহ এর স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্রসহ কাল বুধবার সকাল ১১ টায় সিভিল সার্জনের কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। চিঠির বিষয়টি জেলা সিভিল সার্জন কার্যালয় সুত্র নিশ্চিত করেছে।
খোজ নিয়ে জানা যায়, সাবেক সিভিল সার্জন ডাক্তার পরেশ চন্দ্র পালের স্ত্রী রঞ্জু রানী পাল একজন সেবিকা রেজি নং ২০৫০ ও ধাত্রী বিদ্যা সনদ নং ২১১৫ ব্যবহার করে নিজের নামে একটি প্যাড তৈরী করেন। সেই প্যাড ব্যবহার করে দীর্ঘ বছর থেকেই অবৈধ ভাবে রোগীদেরকে চিকিৎসার ব্যবস্থা পত্র দিয়ে আসছেন তিনি। সম্প্রতি ফরিদগঞ্জের সন্তোষপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী সুমী নামে এক মহিলা প্রসব বেদনা নিয়ে রঞ্জু রানী পালের বাসায় আসে। এক পর্যায়ে রঞ্জু রানী পালের ভুল চিকিৎসায় ওই মহিলার এক নবজাতক শিশু পুত্রের মৃত্যুর অভিযোগ রয়েছে। যানিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। পরে টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দিতে বাধ্য করেন রোগীর আত্বীয় স্বজনকে।
ওই ঘটনাটির বিস্তারিত নিয়ে দৈনিক চাঁদপুর কন্ঠ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ার পর চাঁদপুরের সিভিল সার্জন গত ১ সেপ্টম্বর রঞ্জু রানী পালের বিরুদ্ধে একটি সরকারি চিঠি প্রেরন করেছেন। ওই চিঠির মাধ্যমে রঞ্জু রানী পালকে বলা হয়েছে যে,নিজ বাসায় বিধি বহির্ভুত ভাবে নরমাল ডেলিভারি,, সিজার ও নিয়মিত ভাবে রোগী দেখে আসছেন। এ মর্মে রোগীদেরকে চিকিৎসা দেয়ার নামে রঞ্জু রানী পালের স্বপক্ষে প্রয়োজনীয় কাগজ পত্র সহ আগামী কাল বুধবার চাঁদপুরের সিভিল সার্জনের কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত হোসেন ।
এদিকে একাধিক সুত্র জানায়, রঞ্জু রানী পালের স্বামী ডাক্তার পরেশ চন্দ্র পালও ছিলেন সাবেক সিভিল সার্জন। সেই সুবাদে গ্রামের সহজ সরল ও অসহায় রোগীদেরকে রঞ্জু রানী পালের অবৈধ চিকিৎসা প্রদানের বিরুদ্ধে আদৌ কোন ব্যবস্থা নেয়া হয়ে কি না? এ নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। তবে একটি সুত্র অবশ্য জানিয়েছে, অদৃশ্য ক্ষমতা আর অর্থের জোরে এবারো সবকিছুই ধামাচাপা দেয়া হবে বলে অনেকেই মনে করছে।