ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি ঃ
মজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার এই শ্লোগান সামনে রেখে সোমবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ বাস ষ্ট্যান্ডে জনসচেতনতা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ থানার আয়োজনে আয়োজিত উক্ত সভায় সড়ক দূর্ঘটনা প্রতিরোধ কল্পে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানার ওসি মোঃ শহীদ হোসেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন থানার ওসি মুহম্মদ শহীদ হোসেন ,থানার পরিদর্শক (তদন্ত) মোঃ বাহার , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান সাবেক সভাপতি নূরনবী নোমান, ও এমকে মানিক পাঠান। সভায় বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
থানার ওসি মুহম্মদ শহীদ হোসেন তার বক্তব্য বলেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মহোদয়ের ঘোষনা দেয়া নো মাস্ক , নো প্যচেঞ্জার কর্মসূচী বাস্তবায়নের জন্য এখন থেকে গাড়ী চালকরা মুখে মাক্স ব্যবহার না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়াও ঝুঁকি এড়াতে ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেল ব্যবহারকারীর মাথায় হেলমেট না থাকলে পুলিশের পক্ষ থেকে এখন থেকে কঠেরভাবেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।