মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

ফরিদগঞ্জ উপজেলা জুয়েলারি মালিক সমিতি সভাপতির দোকানে দুধর্ষ চুরি 

  • আপডেটের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি দিলীপ কুমার দাসের মালিকানাধীন একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
১৭ মে গভীর রাতে উপজেলা পরিষদের গেইটের অদূরে শ্রীগুরু জুয়েলার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদগঞ্জ থানা পুলিশ, বাজার ব্যবসায়ী কমিটি, বাংলাদেশ জুয়েলারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এদিকে চোরের দল জুয়েলারিতে প্রবেশ করে দুটি সিন্দুকের ছোটটি ভাঙ্গতে পারলেও বড়ো সিন্দুকটি চেষ্টা করেও ভাঙ্গতে পারেনি। ফলে বড়ো ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে গেলেন ওই স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার দাস।
শ্রীগুরু জুয়েলার্সের মালিক দিলীপ কুমার দাসের বড়ো ছেলে ও দোকানের পরিচালক বিশ্বজিৎ দাস বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার (১৭ মে ২০২৫) রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রোববার (১৮ মে ২০২৫) সকালে দোকানে এসে দেখি কলাপসিবল গেইটের ৩টি তালা ভাঙ্গা। পরে দোকানে ঢুকে দেখি, সকল জিনিসপত্র বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। দোকানের সিসি টিভি ক্যামেরাগুলোও বিনষ্ট করা হয়েছে। চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষ ২৭ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এদিকে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে, চোরের দল মুখোশ পরিহিত ছিলো। দোকানের ভেতরের দুটি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে বালতির পানিতে ডুবিয়ে রাখার সময় এবং বাইরের একটিমাত্র সিসি ক্যামেরার মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয়ার সময়ে চোরের মুখোশ ছিলো।
চোরের দল ওই ভবনের ছাদ দিয়ে উঠে ভেতরের টিনের গেইট ভেঙ্গে নিচতলায় প্রবেশ করে। এক তলার ছাদে চোরদের ব্যবহৃত কাটারসহ বিভিন্ন জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে। শ্রীগুরু জুয়েলারির কলাপসিবল গেইটেই লক ভাঙ্গে তারা। পরে তারা দোকানের ভেতরে প্রবেশের সাটারের তালা ভেঙ্গে ফেলে। ভেতরে প্রবেশ করে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তারা দোকানের পেছনের অংশের কারিগরের কাজ করার স্থান থেকে এবং দোকানের ভেতরের ছোট সিন্দুকটি ভেঙ্গে অর্থ ও স্বর্ণালংকার চুরি করে। তবে বড়ো সিন্দুকটির দুটি তালা ভাঙ্গতে পারলেও বাকিগুলো ভাঙ্গতে না পারায় বড়ো ধরনের চুরির ঘটনা ঘটেনি। পরে চাঁদপুর থেকে সিন্দুক খোলার কারিগর এনে পুলিশের উপস্থিতিতে দীর্ঘক্ষণ চেষ্টার পর সিন্দুক খোলা হয়। এ সময় দোকানের মালিক পক্ষ সিন্দুক পর্যবেক্ষণ করে বড়ো সিন্দুকের কোনো মালামাল চুরি হয়নি বলে নিশ্চিত করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রহমান বাবুল বলেন, দুর্ধর্ষ এই চুরির ঘটনাটি দুঃখজনক। চোরদের শনাক্ত করতে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শন করে ওসি মোহাম্মদ শাহ আলম ও ওসি (তদন্ত) রাজিব চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজসহ সকল আলামত চেক করা হচ্ছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com