মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জেলা ক্যাবের পক্ষ থেকে  বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মাস্ক বিতরণ  চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মতলব দক্ষিণে বেপরোয়া জৈনপুর বাস কেড়ে নিল যুবকের প্রাণ  মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে যৌথ বাহিনীর অভিযান// ৫  কিশোর গ্যাং আটক // দেশীয় অস্ত্র উদ্ধার  হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পুরান বাজারে ইলেকট্রনিক্স দোকানে চুরি // ৩ চোর আটক   ঈদ বিনোদন চাঁদপুর তিন নদীর মোহনায় ছুটির দিনে দর্শনার্থীর উপচে পরা ভীড় ইসলামী ছাত্র আ‌ন্দোলনের সা‌বেক ও বতর্মান দা‌য়িত্বশীল‌দের ঈদ পুন‌র্মিলনী স্বাস্থ‌্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে চাঁদপু‌রে ক‌্যা‌বের উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক লিফ‌লেট ও মাক্স বিতরণ

ফসলী জমি ও বাড়ি-ঘর হুমকিতে ফতেপুর পুর্ব ইউনিয়নে দুইটি ড্রেজার দিয়ে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছে দেদারছে

  • আপডেটের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৯৫ বার পঠিত হয়েছে

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের রসুলপুর ও লুধুয়া গ্রামের সরকারি খাল থেকে দুইটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি বালু খেকো মহল। গত প্রায় ২০ দিন ধরে মাটি কাটার মহোৎসব চলছে। এতে করে স্থানীয় কৃষি জমি ও বাড়ি-ঘর হুমকি মুখে পড়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।
সরজমিনে রসুলপুর গ্রামে গিয়ে দেখা গেছে, সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। স্থানীয় রসুলপুর গ্রামের রাকিব, সাব্বির ও জাকির সহ কয়েকজন মিলে সিন্ডিকেট করে ড্রেজার বসিয়েছে। আশপাশের মানুষের কাছে মাটি বিক্রি করছে মোটা অংকের দামে। সরকারি সম্পত্তি লুটে খাচ্ছে তারা। ওই গ্রামের শাহআলম ও তোফাজ্জল হোসেনসহ আরো কয়েকজন বলেন, খালে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে আমাদের ফসলী জমি ও বাড়ি ঘর হুমকির মুখে পড়েছে। বর্ষাকালে বাড়ি ঘর দেবে যাওয়ার আশংকায় ভুগতেছি আমরা। দ্রুত এই ড্রেজার সরিয়ে দিয়ে আমাদের বাড়ি ঘর ও ফসলী জমি রক্ষা করতে প্রশাসনের কাছে আমরা জোড় দাবী জানাই।
এই ইউনিয়নের লুধুয়া গিয়েও দেখা গেল একই দৃশ্য। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস ও তার সাথে আরো কয়েকজন মিলে এই খালে ড্রেজার দিয়ে মাটি কাটছে। ফলে স্থানীয়দের মনে আতংক সৃষ্টি হয়েছে। তারা যেন এলাকার ত্রাস। কেউ কিছু বলতে গেলে হুমকি ধামকি দিচ্ছে। এলাকার মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে কোন কথা বলতে পারছে না। তারা এই অবৈধ কাজে এত শক্তি কোথায় পেল? এটাই এখন প্রশ্ন মানুষের মনে। রসুলপুর গামে ও লুধুয়া গ্রামের সরকারি অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার বিষয়টি স্বীকার করেছে উল্লেখিত ব্যক্তিরা। কেন অবৈধভাবে মাটি কাটছেন? এর কোন সঠিক উত্তর দিতে পারেন নাই তারা।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ বলেন, আমরা কয়েকবার অভিযান দিয়ে রসুলপুরের ড্রেজারটি বন্ধ করেছি। আবার যদি চালায় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com