স্টাফ রিপোর্টার : বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২ মার্চ সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ ও ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কাশেম খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। তাঁর আদর্শে উজ্জীবীত হয়েই তাঁরই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কাজ জনগণের কাছে তুলে ধরতে হবে এবং তার অসমাপ্ত কাজ করতে হবে । জননেত্রী শেখ হাসিনার সরকার ঘোষণা করছেন গ্রাম কে শহর করা হবে। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মান্নান গাজী, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনু গাজী,ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আহবায়ক কমিটির সদস্য ও ৬নং ওয়ার্ডের সভাপতি ইসমাইল হোসেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন মোল্লা সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগত সকল নেতা-কর্মীদের মাঝে জাতীয় পতাকা ও মুজিব শতবর্ষ ২০২০ লোগো সংবলিত টি-শার্ট পরিধান করা হয়।