মানিক দাস ।। সরকার অনুমোদিত দেশের হোটেল রেস্তোরাঁ খাতের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যালয় উদ্ধোধন কনমরা হয়েছে। (রেজিনং সিটিং ৩১০ (২২)৯৩ এবং টিও লাইসেন্স নং০৪)। চাঁদপুরে সাংগঠনিক সফরে বুধবার এসেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ওসমান গণি, মহাসচিব ইমরান হাসান ও প্রথম যুগ্ম সাধরণ সম্পাদক ফিরোজ আলম (সুমন) সহ অন্যান্য নেতৃবন্দ। চাঁদপুরে এসে ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার কার্যালয়ের ফিতা কেটে উদ্ধোধন করেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে চাঁদপুর জেলা কমিটি প্রথমেই ফুলের শুভেচ্ছা জানায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সহ সভাপতি নুরুল আলম লালু। সঞ্চালনা করেন চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাছুদ আখন।
জেলা কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ওসমান গণি, বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির মহা সচিব ইমরান হাসান।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ১ নং যুগ্ম সচিব ফিরোজ আলম সুমন,কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মিজানুর রহমান,ঢাকা মহানগর উত্তর রেস্তোরাঁ মালিক সমিতির সহ-সভাপতি আমির হোসেন, ঢাকা মহানগর উত্তর রেস্তোরাঁ মালিক সমিতির নুরুল আফসার, চাঁদপুর জেলা কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লতিফ, হাজিগঞ্জ উপজেলা কমিটির আবুল কালাম আজাদ,হাজীগঞ্জ নার্গিস হোটেলের মালিক আওলাদ হোসেন।
সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁদপুর জেলার রেস্তোরাঁ মালিকদের মাঝে সনদপত্র বিতরণ করবেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেনসংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আবু নাছির মিয়াজি।
এ সময় আরো উপস্হিত ছিলেন, চাঁদপুর জেলা কমিটির সহ সভাপতি মোর্শেদ আলম, উপদেষ্টা আঃ রহিম খান, যুগ্ম সাধারন সম্পাদক মজিবুর রহমা মাইনুল ইসলাম আখনঁ, কার্যকরি সদস্য মুক্তিযুদ্ধা অজিত সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী সহ সংগঠনের সদস্যরা।