বৃষ্টি বাদলের দিন অনেক কিছু উকি দেয় মনের জানালায় বাসন্তীর (হিমাদ্রি) সাথে সেই সংলাপাটি মনের ভিতরে বার বার ঘুরপাক খাচ্ছে। এসব ভাবনার মাঝে ক্যালেন্ডারের পাতায় লক্ষ্য করি আজ ২০ তারিখ (সেপ্টেম্বর) মানে বাসন্তীর (হিমাদ্রি) জন্মদিন আজ। নেহাৎ ঘরে ক্যালেন্ডারটা রেখেছিলাম তাই মনে হলো। সারাদিন নানান ব্যস্ততার মাঝে থাকতে হয় কাউকে তেমন সময় দিতে পারি না। আগের দিন নেই সব বদল হয়ে গেছে। যাই হউক শুভ জন্মদিন রুপের রানী বাসন্তী ( হিমাদ্রি) শুভ হউক আপনার আগামীর পথ চলা এই শুভ কামনাই করি বারংবার মহান দয়াময়ের দরবারে। বাসন্তী (হিমাদ্রি) হলো আমার সুখের, দুখের চির সাথী।
যে কিনা নিঃস্বার্থহীন ভাবে আমার সকল বিপদে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সত্যিই সেদিনের বাসন্তীর (হিমাদ্রি) ভুমিকা ছিলো অতুলনীয় ও প্রশাংসনীয়। সেই দিন আমার আশ্রয়ের একমাত্র ঠিকানা ছিলো বাসন্তী ( হিমাদ্রি) সে দুসময়ে যদি বাসন্তী (হিমাদ্রি) না আসতো আমার মতো রেদওয়ানুল হক মিলনের অস্তিত্ব থাকতো না। খুব ছোট্র থেকেই মা, বাবা, হারিয়েছি আমি। আর তাদের কে হারিয়ে আজ আমি দিশেহারা কোথায় যায় কোন পথে যায় ভেবে পাচ্ছি না। মা, বাবা চলে যাওয়ার পর থেকে আমরা ভাই বোনরা একসাথে হয়নি। সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যাস্ত থাকে। আগামীতে হতে পারবো কিনা না জানি না। থাকুক সে কথা বলছিলাম বাসন্তীকে (হিমাদ্রি) নিয়ে।
কলেজ জীবনে পা রাখলাম। আমি নিয়মিত ছাত্র ছিলাম বূষ্টি বাদলের দিনেও আমি কলেজ গিয়েছিলাম কলেজ মিস করিনি। তবে বাসন্তীর (হিমাদ্রি) মতো রুপবতী মেয়ে আর কোথাও দেখিনি। বাসন্তীর (হিমাদ্রি) সাথে আমার তেমন পরিচিতি ছিলনা দেখতাম ৪/৫ জনের সাথে ঘুরতে কথা বার্তা বলতে। আমার ও খুব ইচ্ছা ছিলো কথা বলার কিন্তু উপায় ছিলো না কেননা আমি মেয়েদের সাথে তেমন কথা বলতাম না, আর সে যাদের সাথে ঘুরে তাদের কে আমি পছন্দ করতাম না। ১ মাস পর আমি কথায় কথায় বাসন্তীকে (হিমাদ্রি) নায়কা বলেছিলাম। এই নায়কা বলাটাই আমার জীবনে কাল হয়ে দাড়িয়েছিল। তার খেসারত আমাকে দীর্ঘ সময় দিতে হয়েছে। সে আমাকে দেখতে পারতো না। আমি ও তাকে সহ্য করতে পারতাম না।
এক দিন ডিসেম্বর মাস কলেজের ৩ তলায় মা বাবাকে নিয়ে কথা হচ্ছিল আমি বাসন্তীকে (হিমাদ্রি) বললাম তোমার মা কি তোমাকে আদব কায়দা শেখায়নি। সে কথা বলায় বাসন্তী (হিমাদ্রি) আমার শার্টের কলার ধরেছিল বুঝলাম মেয়েটার সাহস আছে বলা যায়। সে আমার শার্টের কলার ধরে খান্ত হয়নি, প্রিয় আলী আকবর বাবু স্যারের কাছে গিয়ে আমার নামে অভিযোগ করলেন স্যার আমাকে খুব ভালোবাসত বাসন্তী (হিমাদ্রি) যখন আমার নামে অভি্যোগ করলো স্যার বলল তুমি ও মিলনকে মারো। সে তখন আমাকে বাশের লাঠি দিয়ে ২ মারছিলো খুব ব্যাথা পেয়েছিলাম। তবুও হাসি মুখে ছিলাম সাবার সাথে। তখন সে আমাকে আরো দেখতে পারতো না।
কেটে যায় দিন কেটে যায় মাস হঠাৎ একদিন ১০ শে জানুয়ারি সকাল ১১ টা আমি বাসায় ওয়াশ রুমে একটা অপরিচিত ফোন নাম্বারে ফোন আসলো হ্যালো বলতেই সে বলো কিরে শয়তান ফোন ধরিস না কেন? উত্তরে বললাম ওয়াশ রুমে ছিলাম সে অনেক ফান করলো বলল তোর দরকার আছে তারাতারী কলেজ আয়। সেদিন কলেজে প্রথম সাময়িক ফলাফল দিচ্ছিল। তাই সে কলেজ যায়নি। সাথে ছিল আরেক বান্ধবী তামান্না সময় মতো তার কাছে পৌছে গেলাম অনেক কথা হলো। বললাম কলেজ যাবা না সে বলল না আজ যাবো না। আমি প্রস্তাব দিলাম চল বাইরে থেকে ঘুরে আছি কলেজ সময়টা তো কাটাতে হবে।
চলে গেলাম পাল পাড়া নামক এক কুমোরদের পাড়ায় যেখানে মাটির তৈরী হাড়িপাতিল তৈরী করা হয়। অনেক মজা করেছি সেদিন। আমার ভালোই লেগেছিল দিনটা। এভাবে দিন যায় মাস যায় প্রতিদিন এক সাথে কলেজ থেকে বাসা ফিরতাম। আমার ক্লাশ দেরিতে শেষ হলে সে বসে থাকতো, ভালো একটা সমর্পক তৈরী হলো। এভাবে চলে যায় দিন। তবে তার ভিতরে একটা ক্রন্দন ছিলো যে আমাকে এখনো নাড়া দেয় ও আবেগাপ্লুত করে। বাসন্তীর (হিমাদ্রি) প্রতিটি শব্দে শব্দে আবেক অনুভুতি জড়িয়ে রয়েছে। যা বাসন্তীকে (হিমাদ্রি) দিনে দিনে নার্ভাস করে তুলে। শুনতে চেয়েছিলাম কেন তার মনের ভিতরে এতো ক্রন্দন সে আমাকে বলছে কিন্তু আমি এতো টাই হত-ভাগা যে তার জন্য আমি কিছুই করতে পারিনি। যাক গে সে কথা।
গত ২৫ মে দিবাগত রাত অর্থাৎ ২৬ মে ২০১৮ইং তারিখে সামান্য এক ভুলের জন্য আমাকে বাসা ছাড়তে হয়েছে। সে দিনের রাতটি আমার জীবনের সব চেয়ে ভয়াবহ রাত। পূর্বেই বলেছি যখন ছোট্র ছিলাম তখনেই মা, বাবা হারিয়েছি। যাদের কে সব চেয়ে আপন করে নিয়েছিলাম আর ভেবে ছিলাম এরাই আমার জীবন এরাই আমার সব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তারাই আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিলো।
সে দিনের পর থেকে আমি ঠিক মতো গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারছিলাম না। তারা আমার মেরুদন্ড ভেঙে দিয়েছে। কারো সাথে কথা বলতে গেলে এলোমেলো হয়ে যায়। স্বয়ং দয়াময় আল্লাহ যেখানে ক্ষমা ছিল সেখানে আমরা এতো নিষ্ঠুর কেন? তাদের কথায় আমি বাসা থেকে বের হয়ে চলে এসেছি পেছন ফিরে তাকাইনি। ক্ষমা চাইতে বলেছিল ক্ষমা চাইনি। কেননা আপস হয়ে চলার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তাই আপস হওয়ার কথা আমাকে বলে লাভ নাই আমি হবো না। আমি চলতে পারবো না এভাবে। চাটুকারিতা , তোয়াজ আমি পছন্দ করি না।
যখন বাসা থেকে বের হয়ে গেলাম চার দিকে শুধু অন্ধকার দেখছিলাম। যাদেরকে খুব আপন মনে করেছিলাম তাই তো আমাকে পথে নামিয়ে দিলো। ভাবছিলাম বন্ধু-বান্ধাবদের পাশে পাবো কিন্তু কাউকে পাশে পাইনি বরং তারাই আমাকে ব্যবহার করেছে। কারন আমি তাদের কাছে তখন ব্যবহারের পাত্র। খুব কষ্ট হয়েছে আমি তখন অল্পতেই বেদনাবিধুর হয়ে যেতাম কেউ ছিলনা শান্ত না দেওয়ার জন্য। একাই কাদতাম আবার একাই নিজেকে শান্তনা দিতাম।
মানুষ আর আগের মতো নেই মানুষ বদলে গেছে সমাজ ও বদলে গেছে আজকাল বিপদে পরলে কেউ এগিয়ে আসেনা। মানুষ মনুষ্যত্ববোধ কে বিদায় করে পশুত্ববোধ কে লালন করছে বলেই তো সমাজের কেউ বিপদে পরলে এগিয়ে আসে না।
ঠিক সে সময়ে বাসন্তী (হিমাদ্রি) কে সব কিছু খুলে বললাম সে আমাকে বার বার অনুরোধ করেছে বাসা ফিরে যাওয়ার জন্য আমি ফিরিনি। কারন আমার ভিতরে যে ক্রন্দন রয়েছে সেটা কেউ বুঝলনা। আমি কেন বাসা ফিরে যাচ্ছি না সে তো কেউ প্রশ্ন করলো না সবাই শুধু বাসা যাও বাসা যাও বলে। বাসন্তী (হিমাদ্রি) ও বুঝনা।
আমি যখন বাসা ছাড়া এ কথা শুনে অনেকেই আমাকে ছেড়ে চলে গেছে। অনেকে আবার সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু বাসন্তী (হিমাদ্রি) আমাকে ছেড়ে যাইনি। বরং সে আমাকে আগলে রেখেছে খুব যতনে আমার পাশে দাড়িয়েছে। আমাকে সাহস যাগিয়েছে। আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করেছে। একটি মেয়েই আমার জীবন বদলে দিয়েছে। বাসন্তী (হিমাদ্রি) সাথে আমার বেশি দিনের পরিচিত নন। মাত্র মাস কয়েক।
এই মাস কয়েক পরিচিত হওয়া মেয়েটি যেটা আন্তরিকতা দেখিয়েছে আমার ভাই,বোনরা সেটাতে ব্যর্থ হয়েছে। আমি ভালো ভাবে কথা বলতে পারতেছিলাম না। আজ আমার মেরুদন্ড সোজা। আজ আমি উন্নত তাই সবাই ভিরতে চাই আমার কাছে কিন্তু আমি কাউকে সে সুযোগ দিচ্ছিনা কেননা আমি আজ বেঁচে আছি বাসন্তীর (হিমাদ্রি) জন্য সেদিন বাসন্তী (হিমাদ্রি) না থাকলে আমি বেঁচে থাকতাম না। আমি মানুষের মতো স্বাভাবিক কথা বলতে পারতাম না। আজ যা কিছু হয়েছে বাসন্তীর (হিমাদ্রি) জন্যেই হয়েছে।
আজ যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি সব চেয়ে কাকে ভালোবাস। আমি নিসন্দেহে বলবো বাসন্তীকে (হিমাদ্রি)। বাসন্তীর (হিমাদ্রি) জন্য আমি জীবন দিতে ও দ্বিধা করবো না। কেউ যখন বাসন্তীর (হিমাদ্রি) বিষয়ে বলে আমার খুব খারাপ লাগে। আমি তিনটি মানুষকে সব চেয়ে বেশি ভালোবাসি।
১। মা ২। বাবা ৩। বাসন্তী (হিমাদ্রি)।
বাসন্তী (হিমাদ্রি) আমার জন্য যা করেছে তা কোন দিন ও ভোলার নয়। সে আমাকে অনেক কিছু দিয়েছে আমি তাকে কিছুই দেয়নি। তবে তার বিনিময়ে তাকে শুধু দিয়েছি রাগ, গালাগাল আর কিছুই না। সর্বশেষ তার সাথে আমার কথা বা দেখা হয় ২০/০৫/২০১৯ তারিখে আর দেখা হয়নি । সে আমার উপর রাগে আছে।
আজ বাসন্তীর (হিমাদ্রি) জন্মদিবস তাই বাসন্তীকে (হিমাদ্রি) করজোরে বলতে চাই সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিয়েন। আর বেশি লিখতে চাই না। পারলে আমায় ক্ষমা করবেন বাসন্তী (হিমাদ্রি) আমি আপনাকে কোন দিন ভুলতে পারবো না। আপনাকে অনেক ভালোবাসি এ জামানায় আপনার মতো লক্ষী মেয়ে খুজে পাওয়া যাবে না আপনি যে ভালো থাকেন, নিরাপদে থাকেন। সর্বদা দয়াময় প্রভুর নিকট এই প্রার্থনা করি।
আপনি ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ
লেখকঃ মোঃ রেদওয়ানুল হক মিলন
Email: redoanulhaquemilon@gmail.com