আলমাস হোসেনঃ বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল করেছে পল্লী বিদ্যুতের বিক্ষুব্ধ গ্রাহকেরা। বৃহস্পতিবার পৌর এলাকার থানা রোডে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ সময় পল্লী বিদ্যুতের গ্রাহকরা প্রি-পেইড মিটারের নানা অসুবিধা ও ভোগান্তির কথা তুলে ধরে তা স্থাপন বন্ধের দাবি জানান। প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে ধামরাই থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমের অনুরোধে সড়কের অবরোধ তুলে নেওয়া হয়।
পল্লী বিদ্যুতের ডিজিএম খালিদ মোহাম্মদ সালাহ উদ্দিন জোয়ারদার জানান, গ্রাহকরা প্রি-পেইড মিটার চায় না। তারা প্রি-পেইড মিটার স্থাপন না করার জন্য স্মারকলিপি দিয়েছেন।