বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি মোঃ রেজওয়ান আলী-দিনাজপুর বিরামপুরের পৌরসভার বিয়ের প্রলোভনে ধর্ষন মর্মে মামলা দ্বায়ের।
তথ্য মতে জানা যায় যে,বিরামপুর পৌরসভার পুর্ব জগন্নাথপুর মহল্লার আলমগীর হোসেনের অর্নাস পড়ুয়া কন্যা (২১) কে একই উপজেলার বিনাঈল ইউনিয়নের গোপালপুর গ্রামের কায়েম উদ্দিন এর পুত্র সিফাত রানা শুভ(২৩)।
বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে মর্মে গত ১৯ (অক্টেম্বার) দিনাজপুর আদালতে নারীও শিশু নির্যাতন দমনে আদালতে ধর্ষিতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করলে আদালত বাদির অভিযোগটি এজাহার হিসাবে গ্রহন করে বিরামপুর থানাকে মামলা রেকর্ড করতে আদেশ প্রদান করেন।
আদালতের নির্দেশ মোতাবেক মঙ্গলবার, বিরামপুর থানায় বাদির অভিযোগটি এজাহার হিসেবে বিরামপুর থানায় একটি ধর্ষন মামলা রজু হয়। যার মামলানং-২৬,তাং-
২০-১০-২০২০ইং। এ বিষয়ে বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান,আদালতের নির্দেশ মোতাবেক বিরামপুর থানায় উক্ত সিফাত রানা শুভ এর বিরুদ্ধে একটি ধর্ষনের মামলা দায়ের করা হয়েছে।