নিজস্ব প্রতিবেদক ।। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে পরিবেশ সম্পর্কে সচেতনতার জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৪ মে শনিবার বিকেলে চাঁদপুর জেলা শিশু একাডেমীতে চারটি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোররা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগতা কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউছার আহমেদ ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর শরমিতা আহমেদ লিয়া।
বিচারকের দায়িত্ব পালন করেন সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জলিল মিয়া, চিত্র প্রশিক্ষক মনির হোসেন মান্না ও অভিজিত রায়।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকল প্রতিযোগিকে অংশগ্রহনমূলক গিফট প্রদান করা হয়। এছাড়া প্রতিযোগিতায় মান অর্জনকারী প্রতিযোগিদের মূ্ল অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।