নিজস্ব প্রতিনিধি: “চারিদিকে দেখি সবাই জোড়া জোড়া আমাদের সবার কপাল পোড়া” স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবসে শহর পরিদর্শন ও সিঙ্গেল কমিটি মিছিল করেছে জেলা সিঙ্গেল কমিটি।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল চারটায় শহরের লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট রোডে মিছিলে সভাপতিত্ব করেন জেলা সিঙ্গেল কমিটির আহ্বায়ক মোঃ হোসেন আলী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব সুব্রত, সদস্য রিপন হোসেন, তরিকুল ইসলাম অন্তর, কাজি খালিদ, আরিফুল ইসলাম শোহান, ইভা রহমান, তিশা, আজমিরা খাতুন, নিকিতা নদী, শোভা হালদার প্রমুখ। জেলা সিঙ্গেল কমিটির পক্ষ থেকে শহর পরিদর্শন ও বিক্ষোভ কর্মসূচি অংশগ্রহণকারীরা বলেন বিশ্ব ভালোবাসা দিবসে আমরা যারা সিঙ্গেল আছি আমাদের এই উদ্যোগ।