রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর(বটতলী বাজারের মহা সড়কের পাশে) মদ্যপান করে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কিন্তু মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাঁচারীপাড়া এলাকার মৃত, নাখরাজ দাসের ছেলে কৃষনা চন্দ্র দাস ২৮ এপ্রিল বুধবার বিকেলে বাড়ী থেকে বেরিয়ে যায়। পর দিন সকালে কাহারোল উপজেলার বটতলা নামক স্থানে মহাসড়কের পাশে কৃষনার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন।
কাহারোল থানার কর্মরত পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরাতাহাল করে অভিযোগ লাশ পরিবারের কাছে স্বস্তান্তর করেলেও মৃত্যুর রহস্য অন্তরালেই থেকে গেল। সরেজমিনে ঘটনাস্থল পৌছালে বটতলার স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের অভিযোগ করে জানান, এই এলাকার আদিবাসী পল্লীতে প্রতিনিয়ত চোলাই মদ( চুয়ানী) বেচাকেনা ও সেবন চলে। দীর্ঘদিন থেকে চলমান এই অবৈধ ব্যবসার কারনে এই এলাকার চুয়ানিপট্টিতে প্রায়শই অপ্রীতিকর ঘটনা ঘটে চললেও প্রশাসনের কোন তৎপরতা না থাকায় এধরনের অনাকাঙ্ক্ষিত লাশ দেখতে হচ্ছে তাদের।