রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ , দিনাজপুর। প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেওলী গ্রামের মজিবর রহমানের স্কুল পড়ুয়া কন্যার সাথে ধনগাঁও এলাকার বকুল মন্ডলের ছেলে রাকিব মন্ডল (১৯) এর সাথে পরিচয় হয়।
পরিচয় হওয়ার সুবাদে উভয় উভয়ে মোবাইল ফোনে কথাবার্তা বলে।
বাকিব আমার স্কুল পড়ুয়া দশম শ্রেনীর মেয়ে রোজিনা আকতার কে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন ও ধর্ষণের চেষ্টা করে। রাকিবের প্রতিশ্রুতি মোতাবেক আমার কন্যা সরল বিশ্বাসে তার সাথে চলাফেরা ও গোপনে একটি লিচু বাগানে গেলে সেখানে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষন করে।
একই ভাবে সম্প্রতি ৬ ডিসেম্বর’২০ সাড়ে ৭টার সময় প্রতিবেশী গোপালের বাঁশ ঝাড়ে নিয়ে গিয়েও জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করলে স্বাক্ষীগন ঘটনা দেখে ফেলেন।
তাদেরকে ঘটনাস্থলে আটক করা হয়।
এ ব্যপারে স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে এজাহার করলে বীরগঞ্জ থানায় মামলা নম্বর ৩. তারিখ ৭ ডিসেম্বর’ ২০২০ রুজু হয়।
ধারা ৯(১)/৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩।
থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে ঐ দিনই পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে এবং ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।