মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ // আটক ১৬ মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রাম পুলিশকে দিকনির্দেশনা  বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শুভ উদ্ধোধন করা হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এন্ড ক্যাটারিং  নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  মতলব উত্তরে কবরস্থানে উন্নয়নে গাছ কর্তনে বাঁধা ; গ্রামবাসীর মানববন্ধন

বেনাপোলে ভোক্তা অধিদপ্তরের মত বিনিময় সভা অনুষ্ঠান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে
মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
“দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ চিহ্নিত করন ও এ বিষয়ে করনীয় শীর্ষক” বেনাপোলে এক মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন,শার্শা ও বেনাপোল পৌরসভা। গুরুত্বপূর্ণ এ সভায় অংশ নেন- বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানী কারক,পরিবহণ ব্যবসা সংশ্লিষ্ট ব্যবসায়ীবৃন্দ,স্থানীয় ক্যাব প্রতিনিধি এবং অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
 
মঙ্গলবার(৫ নভেম্বর) বেলা ১১ টায় বেনাপোলের ঐতিহ্যবাহী পৌর কমিউনিটি সেন্টার(পৌর বিয়ে বাড়ী)  হলরুমে অনুষ্ঠিত ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বানিজ্য মন্ত্রনালয়ের অধীন,    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক-মোহাম্মদ আলীম আক্তার খান।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফকির মুহাম্মাদ মুনাওয়ার হোসেন(পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বানিজ্য মন্ত্রনালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মো.আজাহারুল ইসলাম(জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট,যশোর)। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন-কাজী নাজিব হাসান(নির্বাহী অফিসার,শার্শা,যশোর ও বেনাপোল পৌরসভার প্রশাসক)।
 
 
এ ছাড়াও বিশেষ অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন- মামুন কবির তরফদার(পরিচালক,ট্রাফিক, বেনাপোল স্থলবন্দর),নুসরাত ইয়াসমিন(সহকারী কমিশনার,ভূমি ও উপজেলা ম্যাজিষ্ট্রেট,শার্শা,যশোর ও বেনাপোল পৌরসভার নির্বাহী কর্মকর্তা)। শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস ও বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া।
 
 
পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। এরপর জুলাই/২০২৪ এ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালণ করা হয়।
 
 
স্বাগতিক বক্তব্য দেন-মো. সেলিম(উপ-পরিচালক,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,খুলনা)। 
 
 
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ তুলে ধরে বক্তব্য দেন-স্যার,আব্দুল মান্নান(বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল ও শার্শার ছাত্রদের প্রতিনিধি),মাওলানা আজিজুর রহমান(সদস্য,কেন্দ্রীয় কর্ম পরিষদ,জামায়াতে ইসলামী বাংলাদেশ),
 
মোস্তাফিজ্জোহা সেলিম(আহবায়ক,শার্শা উপজেলা যুবদল ও সাবেক ছাত্রদল সভাপতি,শার্শা),খালেদ মাহমুদ রনজু(সহ-সভাপতি,ক্যাব,শার্শা,যশোর),
 
মো.আবু তালেব(সভাপতি,বেনাপোল বাজার কমিটি),বকুল মাহবুব(সাংবাদিক),মো.রেজাউল করিম(রাজস্ব কর্মকর্তা,কাস্টমস),মো.মুজিবররহমান(সভাপতি,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন),আবু সাঈদ(সমন্বয়ক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বেনাপোল) সহ বেনাপোলের সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
 
 
অনুষ্ঠানে উত্থাপিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ সমূহ নিরসনে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধান অতিথি-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালক-মোহাম্মদ আলীম আক্তার খান।
 
 
সবশেষে সমাপনী বক্তব্য টানেন অনুষ্ঠানের সভাপতি-মো.আজাহারুল ইসলাম(জেলা প্রশাসক,যশোর)।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com