মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল বাজার থেকে চিহিৃত মাদক ব্যবসায়ি আলাউদ্দিন বাবু ১০ হাজার পিছ ইয়াবা সহ আটক হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় তাকে বেনাপোল বাজারের সুন্দরবন কুরিয়ার সামনে থেকে আটক করে যশোর র্যাব সদস্যরা। এসময় তার বাইসেকেলে ঝুলানো একটি ব্যাগ থেকে ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আলাউদ্দিন বাবু বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের কুদ্দুস মল্লিকের ছেলে।
যশোর র্যাব- ৬ এর কোম্পানি কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে বাবুকে বেনাপোল বাজারের সুন্দরবন কুরিয়ার সামনে থেকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর নিয়ে যাওয়া হবে। পরে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।