বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধি: বুধবার দুপুরে সিরাজগঞ্জের (বেলকুচি – এনায়েতেপুর) আঞ্চলিক সড়কে আমবাড়িয়া নামক স্থানে দূর্ঘটনার কবলে পড়ে কমেলা বেগম (৭০) নামের নারী নিহত হয়। এতে নিহতের বড় ছেলে মাসুদ রানা বাদী হয়ে থানায় বেপরোয়া গতিতে যানবাহন চালানোর অভিযোগ তুলে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে থানা পুলিশ ঘাতক বাস ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ ‘ও তার চালক শহিদুল ইসলাম (৫০) কে আটক করে।
জানাযায়, আটককৃত বাসের চালক সিরাজগঞ্জ সদর থানার অধিনস্থ দিয়াড় বৌদ্ধনাথ গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘাতক বাস সহ চালককে আটক করেছি। বাস বর্তমানে থানা হেফাজতে আছে। আর চালককে আদালতে সোপর্দ করা হয়েছে।