মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: ভারতীয় ট্রাকচালকরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন ৪শ থেকে সাড়ে ৪শ পণ্যবাহী ট্রাক নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে চালকরা। অথচ স্বাস্থ্যবিধি মানছে না তারা। ট্রাকচালকরা ভারতে পিপিই পড়ে থাকছে কিন্তু বাংলাদেশে প্রবেশের পর পিপিই খুলে ফেলছে। বেশিরভাগ চালকের মুখে মাস্ক নেই। বন্দরের বিভিন্ন জায়গায় আড্ডা দিতে দেখা যাচ্ছে তাদের। এ অবস্থায় চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বেনাপোল স্থলবন্দর এলাকা। বেশি উদ্বেগ আর আতঙ্কে বাংলাদেশি শ্রমিক ও সিএন্ডএফ ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষের জোড়ালো পদক্ষেপ চাইছেন বাংলাদেশিরা।
এদিকে বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, আমরা সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছি যেনো কোন রকম স্বাস্থ্য সুরক্ষার বিঘœ না ঘটে। বিভিন্ন সময় ভারতে এসব বিষয়ে কথা বলেছি। তারা বলেছে দ্রুত সমাধান করবেন এগুলো।