আব্দুল মান্নান খানঃ মতলব দক্ষিণে উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয় । ২৮ ফেব্রুয়ারী মতলব নিউ হোস্টেল মাঠে স্ব্যাস্থ বিধি মেনে উৎসব মুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা অংশ গ্রহনকারী বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় ।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও মতলব জেবি সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল আওয়ালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদে চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, বিশেষ অতিথি মাধ্যমিক কর্মকর্তা আঃ রহিম খান, এ সময় উপস্থিত ছিলেন মতলব ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার নুরু, দগরপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ দুলাল, বোরহান উদ্দিন, বরদীয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর মহাম্মদ, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেহানা আক্তারসহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দরা ।