বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
নাগরিক সেবা বৃদ্ধির জন্যে পৌরসভার আয় বাড়ানোর বিকল্প নেই’ চাঁদপুর পৌরসভার ১২৬ কোটি টাকার বাজেট ঘোষণা ফরিদগঞ্জে সেনাবাহিনীর অবঃ সার্জেন্টর   স্ত্রীর-মেয়ের বিষপান//  মেয়ের মৃত্যু চাঁদপুরে আদালতে মামলার শুনানির সময় আইনজীবীর মৃত্যু শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে চাঁদপুরের ১৭ ক্ষুদে সাঁতারু এখন ঢাকায় চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। নির্ধারিত মূল্য চেয়ে অতিরিক্ত মূল্য রাখায়ও মূল্য তালিকা না থাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। মাতৃছায়া হাসপাতালকে কে ২০হাজার টাকা জরিমানা। চাঁদপুর শহরে কিশোর গ্যাং এর  হামলায় কিশোরের মর্মান্তিক মৃত্যু// লেকের পানি থেকে উদ্ধার  সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান মতলবে ৫ সন্তানের জননী কে হত্যা // সেপটি ট্যাংকি  থেকে লাশ উদ্ধার // ঘাতক স্বামী পলাতক  মতলব উত্তরে বিভিন্ন স্থানে পথসভায়  ইনসাফ ও ন্যায়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে : বিএনপি নেতা অধ্যাপক তানভীর হুদা

মতলব উত্তরের ছোট মরাধনে কবরের উপর মসজিদ ও বাথরুম নির্মানের অভিযোগ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৩ বার পঠিত হয়েছে

সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট মরাধন গ্রামে মসজিদ নির্মাণ ও মসজিদের বাথরুম নির্মানের অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে ছোট মরাদন গ্রামের মৃত আবুল হোসেন ও তার ভাই মুকবুল হোসেন ৬ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফ করে দেয়। কিন্তু ঐ ৬ শতাংশ জমির উপর দাতাদের পূর্ব পুরুষদের কবর থাকায় ঐ স্থানটি খালি রাখার কথা ছিল।
কিন্তু মসজিদ কমিটির বর্তমান লোকজন সেই কথা ভঙ্গ করে সে স্থানে মসজিদের দ্বিতীয় তলার সিড়ি, হুজুরের থাকার রুম ও বাথরুমের হাউজ নির্মান করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, যেখানে মসজিদের ইমাম থাকার কক্ষ তৈরি করা হয়েছে তার নিচে বাথরুমের হাউজ করা হয়েছে, সেখানে ৭ টি কবর ছিল। যখন নির্মাণ কাজ করতে মাটি খোরা হয়েছিল তখন এখানে মৃত মানুষের অনেক হাড় পাওয়া গেছে।
আরেক প্রত্যক্ষদর্শী রহম আলী বেপারী বলেন, খাতেমা ও তার দাদীসহ ৭ জনের কবর ছিল। শ্রমিকরা যখন মাটি খননের কাজ করছিল তখন কবর থেকে সেই লাশের কংকাল পাওয়া গেছে।
এ বিষয়ে জমি ওয়াকফ দাতার ছেলে ইংলেন্ড প্রবাসী মো. আলমগীর হোসেন বলেন, আমার বাবা ও জেঠা মসজিদে নামে জমি দেয়। মসজিদ ঘরটি ছোট ও টিনের ঘর ছিল। কিন্তু যখন শুনতে পেলাম মসজিদটি দালান ও বড় করা হবে তখন মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের কবরের বিষয়টি অবহিত করেছিলাম। কবরের জায়গা টুকু খালি রেখে কাজ করবে বলে আমাকে কথা দিয়েছে। কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করে সেই জায়গাতে বাথরুমের হাউজ নির্মান করেছে, যা ধর্মীয় বিধানমতে নিকৃষ্টতম কাজ।আমি প্রবাস থেকে দেশে এসে দেখি এ অবস্থা।
আমি এ জগন্যতম ঘটনার প্রতিকার চাই।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি বজলুর রহমান (হক) সাহেবকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে মসজিদের কোষাধ্যক্ষ বলেন, ওয়াকফ জায়গাতেই মসজিদের নির্মান করা হয়েছে। এখানে কবর ছিল কিনা আমাদের জানা নেই।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com