মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

মতলব উত্তরে দিনব্যাপী প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী পশু-পাখি পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব — নুরুল আমিন রুহুল এমপি

  • আপডেটের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ বার পঠিত হয়েছে

মনিরুল ইসলাম মনির
‘পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন ’এই শ্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।


প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, দেশ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্র্ণ ভূমিকা রাখছে। যারা বেকার হিসেবে ঘোরাঘুরি করছেন, তারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। যারা এসকল কাজে অংশ নিবে তাদের কে আমি নিজে সহায়তা করবো। তিনি আরো বলেন, প্রাণি পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রোল্টি এসোসিয়েশনের প্রচার সম্পাদক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, সাংবাদিক আরাফাত আল আমিন, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অঃ দা) ডা. জাকির হোসেন।
উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, পাখিসহ মোট ৪০টি খামারী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরিতে ১৬ জনকে সার্টিফিকেট ও চেক দেওয়া হয়েছে।
নুরুল আমিন রুহুল বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনে এগিয়ে এলে বেকারত্ব দূরীকরণ সম্ভব।
বক্তারা বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে হলে পশু পালন ও খামার কার্যক্রমে আরো বেশি নিয়োজিত করতে হবে। বর্তমান সরকার মাংস ও দুধের উৎপাদনে বড় ধরনের সহায়তা করছে। দেশের খামারিদেরকে উৎসাহ প্রদানে নানা ধরনের সহায়তামূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
দেশে আরো বেশি খামার গড়ে বেকার যুবসামজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার জন্য বক্তারা আহ্বান জানান।
নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্টির আর্থ সামাজিক উন্নয়নে নানামূখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তারই অংশ হিসাবে জাতীর জনক বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শেখ হাসিনার সরকার দেশের প্রাণী সম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিশেষ সহায়তা দিয়ে আসছে। মহামারী করোনাকালীন সময়ে সরকার এই খাতে বিশেষ প্রনোদনা দিয়ে খামারিদের পাশে দাড়িয়েছে। সরকারের দেওয়া সহায়তা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com