স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর ছেংগারচর কার্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক কবি সাঈদ আশিক এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাইন উদ্দিন চৌধুরীর সঞ্চারলনায় ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুর রহমান।
ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে ছিল- ছোলা, চিনি, সেমাই, আলু, পেয়াজ, তেল, মুড়ি, ডাল, পোলাও চাল, খেজুর। ১৫০জন অসহায় পরিবারের মাঝে এ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বক্তব্য রাখেন- ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইদুর রহমান শিবলু, ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর স্বপ্ন বাস্তবায়নে সহকারি ইবনাল মঈন আহমেদ শিপন, সদস্য আবু সুফিয়ান, আলী হোসেন, রিকাব উল্লাহ, মকবুল আহমেদ, মো. হানিফ।
সার্বিক সহযোগিতা করেন- ফ্রেন্ডস ফোরাম ’৯৮ এর সভাপতি গোলাম মোস্তফা গাজী সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জি. আরিফ হোসেন খান।