মো নাজমুল মতলব (চাঁদপুর) প্রতিনিধি :
ব্র্যাক(মাইক্রো ফাইন্যান্স) এর উদ্যোগে সারাদেশের ন্যায় ইস্ট ডিভিশনের অন্তর্গত চাঁদপুর ১ অঞ্চলের আওতাধীন লুধুয়া বাজার শাখায় ২/৬/২৫ ইং তারিখে রোজ সোমবার বিকাল ৩ টায় ব্রাক (মাইক্রো ফিন্যান্স) সদস্যদের মাঝে আমন ধানের বীজ বিতরণ করা হয়।
এ ছাড়া চাঁদপুর ১ অঞ্চলের অন্যান্য অফিসে আরো ২৫০ জন মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সদস্যদের মধ্যে ৫০০ প্যাকেট আমন ধানের বীজ বিতরণ করা হয়।উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক চাঁদপুর ১ অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক জনাব বিশ্বনাথ পণ্ডিত, ব্র্যাকের শষ্য নিরাপত্তা বীমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিহাদ ইকবাল,এবং লুধুয়া বাজার এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব মোঃ আয়ুব আলী,লুধুয়া বাজার শাখার শাখা ব্যবস্থাপক জনাব মো : আল আমিন সানা ও প্রগতির এলাকা ব্যবস্থাপক অনিতা রাণী। উক্ত বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক বিশ্বনাথ পণ্ডিত এবং ব্র্যাকের শষ্য নিরাপত্তা বীমার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিহাদ ইকবাল, ধানের বীজ পেয়ে সদস্য গণ খুবই খুশি হয়ে ব্র্যাকের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ব্র্যাকের সফলতা কামনা করে।