খান মোহাম্মদ কামালঃ
মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সর্বত্র গণসংযোগ ও ভোটারদের কাছ থেকে দোয়া নিচ্ছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা আক্তার।
শুক্রবার উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে উপস্থিত জনসাধারণের সাথে সালাম ও কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তাকে ভোট দিতে নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ’সহ সকল ধর্ম, বর্নের ভোটারের সাথে গণসংযোগ সহ সকলের নিকট তার জন্য দোয়া প্রত্যাশা করেন।
তার মত উজ্জীবিত, প্রাণবন্ত ও তারুণ্য নির্ভর প্রার্থীকে পেয়ে সবাইকে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় ও বয়স্ক মুরব্বিরা তাকে আশীর্বাদ করে নির্বাচনে তার জন্য শুভ কামনা করেন।
এমনকি নির্বাচনে তার পাশে থেকে তাকে জয়যুক্ত করার জন্য অনেকে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তার সাধ্য অনুযায়ী মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, স্কুল, কলেজ, রাস্তাঘাট সহ শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস কাজ করে যাবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন।
এছাড়াও তিনি নির্বাচিত হলে মাদক, সন্ত্রাস, দুর্নীতি বন্ধ করার জন্য আজীবন কাজ করার প্রত্যয় ও সুশিক্ষিত একটি সচেতন নাগরিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।
এলাকার উন্নয়নের স্বার্থে পদ্মফুল মার্কায় ভোট দিন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিলুফা আক্তার মতলব উত্তরের প্রতিটি এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করে বলেন- ভোট আপনার পবিত্র আমানত। আবেগে কিংবা আঞ্চলিকতায় নয়, যোগ্য, সৎ ও নিষ্ঠাবান প্রার্থী দেখে ভোট দিলে এলাকার উন্নয়ন সম্ভব। এসময় জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আ’লীগ নেতা আঃ সাত্তার, নারী নেত্রী ও সমাজসেবী দিপালী সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।