মতলব উত্তর ব্যুরো :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মামলা দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং হয়রানির অভিযোগ করেছেন মিলারচর গ্রামের মো. হেলাল উদ্দিন। মো. হেলাল উদ্দিন অভিযোগ করেন, মিলারচর গ্রামের আয়েত আলীর ছেলে মো. রানা, মাদার বক্সের ছেলে বোরহান সরকার, মোহাম্মদ হোসেন সরকারের ছেলে বাহার উদ্দিন, নাছির উদ্দিন, আশরাফ উদ্দিন ও সহিদুল ইসলাম জোরপূর্বক আমার পৈত্রিক জমি দখলের চেষ্টা করছে।
তিনি দাবি করেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত নিজ দখলীয় সম্পত্তি কলাকান্দা ইউনিয়নের , মিলারচর গ্রামের আয়েত আলীর ছেলে মো. রানা, মাদারবক্সের ছেলে বোরহান সরকার, মোহাম্মদ হোসেন সরকারের ছেলে বাহার উদ্দিন, নাছির উদ্দিন, আশরাফ উদ্দিন ও সহিদুল ইসলাম ও তাদের লোকজন সম্প্রতি ২২ মার্চ থেকে নিজেদের দাবি করে দখলে নিতে চেষ্টা করে।
হেলাল উদ্দিন আরো উল্লেখ করেন, নীলেরচর মৌজার সাবেক দাগ ১৯৫৮, বর্তমান দাগ ৪৫০৩, জমির পরিমান ১৫ শতাংশ, এ জমি আমার পৈত্রিক সম্পত্তি। বিএস রেকর্ড মূলে নূরুল ইসলাম, হেলাল উদ্দিন ও মোশারফ হোসেন মালিক ও দখলদার। মূলত পুরুষানুক্রমে ভোগদখল করে আসা আমাদের জমি তারা যেকোনো মূল্যে দখল নিতেই এমন মিথ্যে গল্প সাজিয়েছে।