সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলা সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে। সে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকুরি করে। কিন্তু ডিউটি করে না। সে টাংগাইলের ঘাটাইলের কমফোর্ট হসপিটাল ও রেলা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে সে দায়িত্বে অবহেলা করছেন। যে কারণে স্থানীয়রা দাঁতের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। রেজাউল ইসলামকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও রেজাউল নিয়মের তোয়াক্কা করেন না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা করাতে আসা জয়া মজুমদার বলেন, ইতিপূর্বে দুইবার দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এসেও রেজাউল ডাক্তারকে পাইনি। যে কারণে বেশি টাকা খরচ করে বাইরে থেকে দাঁতের ডাক্তার দেখাতে হয়েছে আমাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, দায়িত্ব অবহেলার কারণে রেজাউল ইসলামকে শোকজ করা হয়েছে। তারপরও তিনি অফিসে আসেন না। তার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত রেজাউল ইসলামের কাছে তার বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।