মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে ভোক্তা অধিকার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ  অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ৭০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে ২টা পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ১১তম বার্ষিকী ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল বিচার-সংস্কার-নির্বাচন এই তিনটি বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ—-শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন  শাহরাস্তিতে ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু *শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ, ৭ মাসের অন্তঃসত্ত্বা!* চাঁদপুরে  ভোক্তা অধিকারের অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা। ঢাকা তিতুমীর কলেজস্হ  ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে আগামীর নতুন বাংলাদেশ বিনিমানে বাসি তারেক রহমানের নেতৃত্বের সারথী হতে ঐক্যবদ্ধ রয়েছে — মোস্তফা খান সফরী চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল নগর সমম্বয় কমিটির সভা  ঈদের আগেই পুরান বাজার ৩টি সড়কের কাজ সমাপ্ত করা  হবে,,,পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়ার

মতলব উত্তরে হাতি দিয়ে চাঁদা আদায়ে ব্যবসায়ীরা অতিষ্ঠ

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৯১ বার পঠিত হয়েছে

সুমন আহমেদ :
চাঁদপুরের মতলব উত্তরের বিভিন্ন হাটবাজারে এক সপ্তাহ ধরে হাতি দিয়ে চাঁদা আদায় করা হচ্ছে।
সাত দিন ধরে উপজেলার বিভিন্ন হাটবাজারে চাঁদা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছেন ব্যবসায়ী ও পথচারীরা।

আজ শুক্রবার সকালে উপজেলার ছেংগারচর বাজারে প্রতি দোকানে দোকানে হাতিকে চাঁদা তুলতে দেখা যায়।

ছেংগারচর বাজারের ব্যবসায়ী নাইম মিয়াজী বলেন, হাতির জ্বালায় আমরা অতিষ্ঠ। চাঁদা না দিলে নানাভাবে আমাদের বিরক্ত করছে। তাই ভয়ে চাঁদা দিচ্ছি।

ওই বাজারের চা দোকানদার ইয়াছিন হোসেন বলেন, সকালে কেবল দোকান খুলে বসছি। ঠিক তখনই হাতি এসে দোকানের সামনে হাজির। টাকা নেই বলার পরও হাতি যাচ্ছে না। তাই বাধ্য হয়ে চাঁদা দিয়েছি।

এর আগে ৩রা মার্চ বৃহস্পতিবার ইসলামিয়া মার্কেট (নতুন) বাজারেরও হাতি দিয়ে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাল ব্যবসায়ী আজমত হোসেন বলেন, শনিবার সকালে আমি দোকান খুলি এক টাকাও বিক্রি করি নাই। কিন্তু হাতি আসি হাজির। চাঁদার জন্য ভয় দেখাওছে। জীবনের ভয়ে বাধ্য হয়া অন্য জনের কাছ থেকে ধার নিয়া ৫০ টাকা দিছি।

হাতির মালিক শাকিল হোসেন বলেন, আমরা হাতি দিয়ে জীবিকা নির্বাহ করাই আমাদের কাজ। আমরা সারা দেশে হাতি নিয়ে বাজার বাজার ঘুরে বেড়াই। দোকান মালিকরা আমাদের হাতি দেখে খুশি হয়ে যে টাকা দেয় তা দিয়ে হাতির ভরণ পোষণ করি ও আমাদের সংসার চালাই।

এ ব্যাপারে জানতে চাইলে মতলব উত্তর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহাজাহান কামাল বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের কোনো সুযোগ নেই। এ রকম ঘটনা আমাকে কেউ জানায়নি। এখন জানলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com