// গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাশপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হাসিমপুর (নয়ানগর) গ্রামে বজ্রপাতে প্রান গেল ১০ বছরের শিশুর।
ঘটনাটি ঘটেছে আজ ৩১ মে ২০২৫ খৃষ্টাব্দ দুপুর সাড়ে বারোটার সময়। ঘটনার বিবরনে জানা যায়, সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাম তার আলিফ বয়স ১০/১১ বছর। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট। বড় ভাই শিমুল কলেজে পড়ে। বাবা একজন ব্যবসায়ী কবির হোসেন প্রধান, মাতা আয়েশা বেগম গৃহিণী। বাড়ির পাশেই তার বাবার দোকান। আলিফ জাল নিয়ে বাড়ির সামনে বিলে মাছ মারতে যায়। তখন দুপুর সাড়ে বারোটা। জাল পাতার প্রস্তুতি নিচ্ছিলো আলিফ, তখনই তার উপর বজ্রপাত হলে সে পানিতে লুটিয়ে পরে। ঐ সময় পাশের বাড়ির মোঃ আনিছুর রহমান দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে আলিফ কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করেন। অনেক বলেন যে, আলিফ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। ঘটনা শোনে এলাকার মেম্বার মিজানুর রহমান শিকদার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী ঘটনাস্থল পরিদর্শন করেন ও মৃতের বাবা মাকে শান্তনা দেন।