মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সামসুল হক চৌধুরী বাবুল এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে মোহনপুরস্থ কালু ভিলায় কেক কাটা ও দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি চেয়ারম্যান সামসুল হক চৌধুরী বাবুল বলেন, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করছি। বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ পেতাম না, বাংলাদেশের অভ্যুদয় হতো না। বঙ্গবন্ধু দূূরদৃষ্টিসম্পন্ন ছিলেন। তিনি শিশুদের শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছিলেন।
তিনি আরো বলেন, দেশকে স্বাধীন করা থেকে শুরু করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নত করার জন্য বহু পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন। বর্তমানে চলমান বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বঙ্গবন্ধুর পরিকল্পনারই প্রতিফলন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের ব্যক্তিস্বার্থ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক আহমেদ চৌধুরী, যুবলীগ নেতা বদিউর রহমান তপাদার, শ্রমিকলীগ নেতা খোরশেদ চৌধুরী, যুবলীগ নেতা খোরশেদ আলম, ইউপি সদস্য নাজির আহমেদ, মো. ইব্রাহিম, আলমগীর কবিরাজ, আল আমিন, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম প্রমুখ।