মতলব প্রতিনিধি: পথসভা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মতলব দক্ষিণ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপজেরার নারায়নপুর ইউনিয়নের চরপয়ালী বাজার, পয়ালী বাজার, জোড়পুল, কাশিমপুর বাজারসহ বিভিন্ন স্পটে তিনি পথসভা করেন। পথসভায় নারায়নপুর ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আবুল কালাম প্রধনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন সরকারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি দেওয়ান রেজাউল করিম, লেয়াকত আলী প্রধান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আ’লীগ নেতা ফারুক বিন জামান, মোফাজ্জল হোসেন, হানিফ চৌধুরী, জহির সরকার, লোকমান হোসেন বাবুল, ইউনিয়নের ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ফারুক পাটোয়ারী, যুবলীগ নেতা শাহআলম পাটোয়ারী, কেন্দ্রীয় ছাত্র লীগের সহ সম্পাদক আনফাল সরকার, ছাত্র লীগ নেতা লিখন সরকারসহ দলীয় নেতা কর্মীরা। পথসভা ছাড়াও গ্রামের মানুষের কাছে গিয়ে নৌকা মার্কার প্রচারণা চালান তিনি।