মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় শহিদ বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এএইচএম গিয়াস উদ্দিন, অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিএইচ কবির আহমেদ,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান,সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, সমাজসেবা অফিসার রুহুল আমিন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।