রবিবার, ২২ জুন ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
যুবদল নেতা শামীম হত্যা : সাবেক প্রতিমন্ত্রী শামসুল আলম কারাগারে চাঁদপুরে ২০ হাজার আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ ফরিদগঞ্জে মাদককারবারির ছুরিকাঘাতে ঢামেকে চিকিৎসাধীন যুবকের মৃত্যু মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪টি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মরিচা’র ডলার মোজাম্মেল মেম্বার আটক। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে ডিএনসি’ র অভিযানে ইয়াবাসহ আটক ২ পৌরসভার পানির বিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে  পিকআপ ভ্যান দুর্ঘটনায় আহত ৩০  নওগাঁ সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফ’র হাতে দুই কলেজ ছাত্র আটক

মতলব দক্ষি‌ণে সুদ ব্যবসায়ি হারুন মুন্সির প্রতারনা থেকে মুক্তি পেতে ভুক্তভোগীদের মানববন্ধন

  • আপডেটের সময় : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৭ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতি‌নিধ ।। মতলব দ‌ক্ষিণ উপ‌জেলার পিংড়া মাস্টার বাজার এলাকায় হারুন মু‌ন্সি না‌মের এক সুদ ব্যবসায়ির প্রতারনার শিকার হ‌য়ে‌ছেন ক‌য়েক শতা‌ধিক খে‌টে খাওয়া দিনমজুর। হারুন মুন্সির প্রতারনায় থেকে মুক্তি পেতে ভুক্তভোগীরা মানববন্ধন কর্মসূ‌চি পালন ক‌রে‌ছে। ২৩ ফেব্রুয়া‌রি বুধবার বিকা‌লে মতলব দক্ষিণ উপজেলার পিংরা মাস্টার বাজার এলাকায় বন্ধন কর্মসূচী পালন করে দিনমজুররা।

মতলব ডিগ্রী কলেজ গেইট এলাকার হারুন মুন্সি (৪৫) কোনো ব্যবসা না করেই কোটি কোটি টাকা সুদে সাধারণ মানুষ‌দের দিয়ে অধিক মুনাফা লুটে নিচ্ছে। লভ্যাংশসহ টাকা প‌রি‌শো‌ধের পরও গ্রাহক‌দের কাছ থেকে জিম্মায় রাখা অলিখিত স্ট্যাম্প, ভোটার আইডি কার্ডের কার্বন কপি এখনো ফেরত দিচ্ছে না।

ভুক্ত‌ভো‌গি পিংরা মাস্টার বাজার এলাকার মৃতঃ চান মিয়ার ছেলে সাহাবুদ্দীন (২৮) জানান, দুই বছর আ‌গে হারুন মু‌ন্সির কাছ থে‌কে সু‌দে ৫০ হাজার টাকা আ‌নি। দু বছরে সুদের লাভের ৫৫ থে‌কে ৬০ হাজার টাকা প‌রি‌শোধ ক‌রি। হারুন মু‌ন্সি আমার কাছ থে‌কে থেকে স্ট্যাম্প, চেক পাতা, আইডি কার্ডের কার্বন কপি জমা রাখেন। সুদ আনা মুল টাকা করোনার জন্য পরিশোধ করতে না পারায় সুদ ব্যবসায়ী হারুন মুন্সি নিজে ও তার লোকজন দিয়ে নানা ভাবে হুমকি দিচ্ছে
বলে জানায়।

অপর ভুক্ত‌ভো‌গি হাসান জানায়, লকডাউনের সময় হারুন মুন্সির কাছ থেকে সে ৫০ হাজার টাকা সুদ নেন। ৬ মাসের মধ্যে আমি আমার স” মিল বিক্রি করে সুদ সহ সকল টাকা পরিশোধ করে ১ হাজার টাকা কম দেই। টাকা কম দেওয়ায় হাসানের কাছ থেকে স্ট্যাম্প, চেক পাতা, আইডি কার্ডের কার্বন কপি তিনি জমা রাখেন। সেই কাগজ তিনি হাসান কে ফেরত দেন না।

রবিউল ইসলাম জানায় সুদে হ্রুন মু‌ন্সির কাছ থেকে ৩০ হাজার টাকা নেই। এ টাকার তাকে নানা ভাবে হয়রানি করেন। সে বাড়ি ছেড়ে চলে যায়। এখন দেশে আসলেও তাকে নানা ভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

বহরির স্কুল শিক্ষক আমজাদ ব‌লেন, আ‌মি হারুন মুন্সির কাছ থেকে কিছু টাকা সুদে আ‌নি। সে টাকা পুরোপুরি পরিশোধ করতে কিছু সময় লাগে। ২০২১ সালের মাঝামাঝি সময়ে আমা‌কে হারুন মুন্সি নিজে উপস্হিত থেকে লোকজন নিয়ে তুলে নিয়ে যাবার সময় স্থানীয় জনতা দেখতে পেয়ে আমা‌কে উদ্ধার করে ।

সানু বেগম নামের অসহায় এক নারী জানান, তার পরিবার হারুন মুন্সির কাছ থেকে সুদে টাকা আনেন। সুদসহ সব টাকা পরিশোধ করলেও খালি স্ট্যাম্প, খালি ব্যাংকের চেক, ভোটার আইডি কার্ডের কার্বন কপি এখন পর্যন্ত সে ফেরত দেয় না। হারুন মুন্সি কাছে বহুবার এ সব কাগজ ফেরত চাইলে দেই দিচ্ছি করে হয়রানি করছে।

দিনেশ সরকার জানান, ৩০হাজার টাকা সুদে আনা হয়। ৭০ হাজারের বেশি টাকাপরিশোধ করােন। তারপর ও কাগজ স্ট্যাম্প, পত্র ফেরত দিচ্ছে না।
রিপন সরকার, ৪০ হাজার টাকা আনা হয়। দিয়েছে ৮০ হাজার টাকা। স্ট্যাম্প ফেরত দেয়না।
আবু ইসুব কাজী। ৯৯ হাজার টাকা আনা হয়। দেয়া হয়েছে প্রায় দেড় লাখ। স্ট্যাম্প ও আইডিকাডের ফটোকপি রাখা হয়। তা ফেরত দেয়না। জামাল মৃধা। ৫০ হাজার টাকা আনা হয়। দেয়া হয় ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।
সানু বেগমসহ আরো ২০ থে‌কে২৫ জনের সাথে একই ধরনের ঘটনা ঘটিয়েছে সুদ ব‌্যবসা‌য়ি হারুন মু‌ন্সি।

মানববন্ধ‌নে এছাড়াও উপস্থিত ছিলেন, ভুক্ত‌ভো‌গি ফারুক হোসেন, জুয়েল কবিরাজ, আমজাদ মাস্টার, মোস্তফা মৃধা, ইউসুব কাজী, আবু সাঈদ, মুক্তা বেগম,

এ ব্যাপারে সুদ ব্যবসায়ী হারুন মুন্সির সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, আমি সুদে টাকা দেই এটা আমার বৈধ ব্যবসা। আপনারা যা খুশি তা লিখেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com