সমাজের বিত্তবানদের সহযোগীতা নিয়ে মতলব প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজ করতে চাই………..পৌর মেয়র আওলাদ হোসেন লিটন
মতলব প্রতিনিধি: মতলব পৌরসভার মেয়র ও মতলব প্রেসক্লাব উন্নয়ন কমিটির আহবায়ক এবং আজীবন সদস্য আলহাজ্ব আওলাদ হোসেন লিটন বলেছেন, ঐতিহ্যবাহী মতলব প্রেসক্লাবটি প্রতিষ্ঠা লাভের পর আদৌ পর্যন্ত কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। মতলব প্রেসক্লাবটি সাংবাদিক ও আমাদের সমাজের সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক ও সমাজের বিত্তবানদের সহযোগীতা নিয়ে মতলব প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজ করতে চাই।
এ জন্য চাই আমি সকলের সার্বিক সহযোগীতা। গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টায় মতলব প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত যৌথ সভায় ক্লাবের উন্নয়নমূলক কর্মকান্ড ও সার্বিক বিষয় নিয়ে তিনি এ কথাগুলো বলেন। মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও উন্নয়ন কমিটির সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, কোষাধক্ষ রোটা. রেদওয়ান আহমেদ জাকির, ক্রীড়া সম্পাদক শীব শংকর দাস, সদস্য আমির খসরু, মোঃ ইকবাল হোসেন, শওকত আলী, মোস্তাফিজুর রহমান চঞ্চল, সহযোগী পরিষদের সদস্য মোশারফ হোসেন তালুকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় প্রেসক্লাবের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।