মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার সোনালী ব্যাংক শাখায় ভাতাভোগী কার্ডধারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। গত কয়েকদিনে এ ব্যাংকে আসা ভাতাভোগী কার্ডধারীরা টাকা না পেয়ে বাড়ি ফিরে গেছেন। ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে রয়েছে চরম অবহেল।
গত ৩০ জুলাই এ শাখায় গেলে বেড়িয়ে আসে অনেক তথ্য। এ দিন ভাতাভোগী কার্ডধারীদের প্রায় শতাধিক লোক টাকা না পেয়ে বাড়ি ফিরে চলে যান।
মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ফতেপুর গ্রামের বয়স্কভাতার কার্ডধারী জহিরুল হক মজুমদার (৮০) একই গ্রামের মাফিয়া (৯০), সরকার বাড়ির লুৎফা বেগম (৬২), রেজিয়া বেগম (৬৩), শাহাবাজকান্দি গ্রামের রওশনারা (৭০), একই গ্রামে ফজিলাতুন্নেসা (৮০), শরিফুতেন্নসা (৭০), রোকেয়া (৬৫), ঠেটালিয়া গ্রামের মজিদা বেগম (৬৫)। তারা প্রত্যেকে বলেন, সকাল নয়টায় বয়স্কভাতা নেওয়ার জন্য এ অফিসে এসেছি। টাকা না পেয়ে বাড়ি ফিরে চলে যাচ্ছে।
লুধুয়া গ্রামের আলাউদ্দিন বলেন, এ ব্যাংকের অফিস সহকারি শফিককে একশত টাকা বকশিস দিয়ে টাকা পেয়েছি। তাকে একশ টাকা করে দিলে আগে সিরিয়াল পাওয়া যায়। ভাতাভোগীদের অনেকে বলেন, ওয়ার্ড মেম্বাররা খবর পৌঁছিয়েছিল বলে ব্যাংকে টাকা নিতে এসেছি। সারাদিন বসে থেকে টাকা না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি। ব্যাংকে ঘুরাঘুরি করতে থাকা এক ইউপি সদস্য বলেন, ওয়ার্ড ভাগ করে ভাতাভোগীদের আসতে বলা হলে এত বড় সমস্যা হত না। ইউনিয়নের সকল ভাতাভোগীদের একত্রে আসতে বলা হওয়ায় অনেকে বাড়ি ফিরে চলে গেছেন। এ ব্যাংকের শাখা ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে চরম অবহেলা। প্রতিদিন তিনি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ব্যাংকে আসেন।
অনেক ইউনিয়নের মেম্বারদের হাত করে ভাতা ভোগীদের হাতে টাকা না দিয়ে মেম্বরাদের হাতে দিয়ে থাকেন। অনেক বয়স্ক ব্যক্তি মৃত্যুবরণ করার পর গোপনে মেম্বররা তাকে হাত করে টাকা উত্তোলন করে থাকেন। গত তিন মাস পূর্বে উপাদী উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান হোসেন মিয়াজী তাকে হাত করে ভাতাভোগীদের টাকা আত্মসাৎ করেন। সে সময় এ বিষয় পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। তারপরও ব্যাংক কর্মকর্তার দুর্নিতী বন্ধ হয় নি। এ বিষয়ে এ শাখার ব্যবস্থাপক মানিক সরকারের সাথে আলাপ করলে তিনি বলেন, কার্ডধারীদের ওয়ার্ড ভিত্তিক আসতে বলা হয়েছিল। একত্রে এত লোক আসায় অনেকে বাড়ি ফিরে গেছেন। পরে আসলে তাদের ভাতা দেওয়া হবে।