মানিক দাস // চাঁদপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার বেলা আড়াইটায় “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাই স্কুল মাঠে ২টি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
প্রীতি ফুটবল খেলায় ১ম ম্যাচে অংশগ্রহণ করে”পুরাণ বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় বনাম গনি মডেল উচ্চ বিদ্যালয় এবং এতে ১-০ গোলে পুরাণ বাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় বিজয় হয়। এরপর একই মাঠে ২য় ম্যাচে “আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ বনাম হাসান আলী উচ্চ বিদ্যালয়” অংশগ্রহণ করে।তাতে ৫-০ গোলে আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ জয় লাভ করে।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক
মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।