আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁর মান্দায় ফকিন্নি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে জোরপূর্বক ইজারাদারের বালু/মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে মান্দা উপজেলার বালু ইজারাদার মইনুল ইসলাম জুয়েল ফকিন্নী নদীর উজান অংশের ইজারা মালিক। তিনি বৈধ ইজারা মালিক হওয়া সত্ত্বেও জোরপূর্বক বালু উত্তোলন করে আসছেন এক প্রভাবশালী ব্যাক্তি। অভিযুক্ত বালু উত্তোলনকারী ব্যাক্তি হলেন উপজেলার ফতেপুর গ্রামের আবু সাইদ মোল্লার ছেলে আজিজুল হক মোল্লা। সে জোরপূর্বকভাবে বালু মহালের ইজারাদার জুয়েলের বালু মহাল থেকে গত কয়েকদিন যাবৎ বালু উত্তোলন করে সড়ক সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বালু ক্রয় বিক্রয় করে আসছেন। এতে বাঁধা প্রদান করলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে ভূক্তভোগী জানান।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাংলা ১৪২৬ সনে নওগাঁ জেলা প্রসাশক মহোদয়ের নিকট থেকে টেন্ডারের মাধ্যমে সমুদয় অর্থ পরিষদ করে অদ্যবধি বালু উত্তোলন করে আসছিলেন ইজারাদার জুয়েল। নুরুল্যাবাদ ইউপি’র অন্তর্গত জোতবাজার এলাকার ত্রি-মোহনী নদীর মোহনা অর্থাৎ ফকিন্নী নদী বালু মহালটি সরকারের সায়রাতভূক্ত একটি বালু মহাল। উক্ত মহালটি উপজেলার দোসতি গ্রামের আলহাজ্ব ময়েজ উদ্দিনের ছেলে জনাব ময়নুল ইসলাম প্রোপাইটর মেসার্স ময়নুল ইসলাম এ্যান্ড ব্রাদার্স এর বরাবর ইজারা প্রদান করেন জেলা প্রসাশক।
তা সত্ত্বেও বালু ইজারাদারকে বৃদ্ধাংগুলি দেখিয়ে প্রভাবশালী আজিজুল ইসলাম অবৈধভাবে জোরপূর্বক বালু উত্তোলন করে আসছেন। এমতাবস্থায় নিরুপায় হয়ে গত ৫ই ডিসেম্বর ২০১৯ ইং রোজ বৃহস্পতিবার ভূক্তভোগী জুয়েল সহকারী কমিশনার ভূমি, মান্দা, নওগাঁ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে অভিযুক্ত আজিজুল হকের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি কাজের লোক। আমি বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের হুকুমে আমি বালু উত্তোলন করে আসছি। উনি নিষেধ করলে আমি আর বালু উত্তোলন করবো না।
বালু উত্তোলনের ব্যাপারে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আমি জনস্বার্থে রাস্তা সংস্কার কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমি বালু উত্তোলন করে দিচ্ছি। তার বৈধ কাগজপত্র দেখালে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধ করলে আমি বালু উত্তোলন করা বন্ধ করে দিবো।
মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসানকে মোবাইল ফোনে না পাওয়ায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়ে ওঠেনি।