লক্ষ্মীপুরের রায়পুরে মুজিব বর্ষ জাতীয় স্কুল কাবাডি’২০২০ প্রস্তুতিমুলক প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকেলে ৪ টার সময় রায়পুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এল.এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় বালক দল বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়, বালিকা দল রায়পুর সরকারী মার্চেন্টস একাডেমী বিজয়ী এবং বালক দল চরলক্ষী উচ্চ বিদ্যালয় , বালিকা দল বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে ।
লক্ষ্মীপুর পুলিশ সুপার ড.এ এইচ এম কামরুজ্জামান পিপিএম (সেবা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল।
বিশেষ অতিথি ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রমাণিক, রায়পুর থানার অফিসার ইনচার্জ তোতা মিয়া, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক ও সাংসদের প্রতিনিধি কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান প্রমূখ।