লামিয়া আক্তার , মুরাদনগর (কুমিল্লা)প্র তিনিধি:
কুমিল্লার মুরাদনগরে দিনব্যাপী প্রদর্শনীর মধ্যমে প্রাণীসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার দূর্গা রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে আয়োজিত মেলায় বিভিন্ন প্রকারের প্রাণী, প্রাণীজাত খাদ্য, চিকিৎসা সামগ্রী ও প্রাণী পালনের পরামর্শ সমূহ বিশেষভাবে নজর কেড়েছে মেলায় আগত দর্শনার্থীদের।
উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা।
দেশী-বিদেশী জাতের গরু-ছাগল,হাঁস-মুরগি, দেশী-বিদেশী জাতের কবুতর, বিভিন্ন প্রকারের পোষা পাখি, বিভিন্ন প্রজাতির মাছ, প্রাণীজাত খাদ্যের মধ্যে সফল নারী উদ্যোক্তা সুমাইয়া আফরিনের বেকিং শপ বিডির তৈরী ক্ষীর,বাহারী রকমের কেক সহ বিভিন্ন প্রকারের মিস্টি ছিলো আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁঞা জনি বলেন, মেলায় সকলের স্বতঃফূর্ত উপস্থিতি প্রমাণ করে মেলার সফলতা। দেশ প্রাণীসম্পদ উৎপাদনে এগিয়ে যাচ্ছে। নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে মাছ রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন সম্ভব হচ্ছে। একটুকুও জায়গা ফাঁকা না রেখে হয়তো ফসল উৎপাদন করুন নয়তো খামারে রূপান্তরিত করুন। তাহলে তাজা খাবার পরিবার নিয়ে যেমন খেতে পারবেন তেমনি বিক্রি করে অর্থিক লাভবান হবেন।