আবুল কালাম আজাদ ভূইয়া, কুমিল্লা প্রতিনিধিঃ মুরাদনগর উপজেলা মুগশাইর সদ্ধেশরী গ্রামের গ্রাম পুলিশ মোঃ শাহআলম অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠি হয়ে উঠেছে।
মুগশাইর ও সদ্ধেশরী গ্রামের ৪শ’লোক গণস্বাক্ষীত অভিযোগ সূত্রে জানাযায়, মুরাদনগর উপজেলা মুগশাইর ও সদ্ধেশরী গ্রাম পুলিশ মোঃ শাহআলম বিরুদ্ধে মাদক সেবন ব্যাবসা, জমি দখল,সরকারী সম্পতি দখল, শীল বাড়ীতে মোবাইল চুরি, চোরাই মালামাল বিক্রিসহ দায়ীত্ব পালনের অবহেলা গ্রামবাসী অতিষ্ঠি হয়ে উঠেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারী বিভিন্ন দফতরে আবেদন জানান ওই গ্রামের ৪শ’ মানুষ।
মানুষ প্রতিবাদ করলে মাদক দিয়ে ধরিয়ে দিবে বলে পুলিশের হয়রানী ভয়ে দেখায়
গ্রামবাসী আরো জানান, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ১৬ নং ধামঘর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুগশাইর ও সদ্ধেশরী গ্রাম মৃতঃ সেকান্দর আলীর ছেলে গ্রাম পুলিশ মোঃ শাহআলম বিরুদ্ধে মাদক সেবন ও ব্যাবসা, শীল বাড়ীতে মোবাইল চুরি, প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী আমেনা বেগম দামী মোবাইল চুরি,মৃতঃ সাদিম আলী স্ত্রী তাহেরা বেগম জমি দখল, আমীর আলী ১৮শতক জমি দখল। রাশিদা বেগম ১২শতক জমি দখল।
চেরাগ আলীর ছেলে আইয়ূব আলী জমি দখল, মমতাজ উদ্দিনের সরকার জমিতে মাটি ভরাট করতে গেলে ২০ হাজার টাকা চাঁদা দাবী, চোরাই মালামাল বিক্রি বিক্রয়সহ দায়ীত্ব পালনের অবহেলা কারণে মুগশাইর ও সদ্ধেশরী গ্রামের ৪হাজার মানুষ অভিযোগ করেন। -এর প্রতিবার করায় চায়ের দোকানদার নূরে আলমকে মাদক দিয়ে পুলিশে হাতে তুলে দিবে বলে হুমকি ধমকি দিচ্ছে ওই গ্রাম পুলিশ মোঃ শাহ আলম। মুগশাইর সিদ্বেশরী গ্রামের ৪শ’লোক এক গণ স্বাক্ষীত একটি অভিযোগ দাখিল করেন স্থানীয় সাংবাদিক, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুরাদনগর থানা, বাঙ্গরা বাজার থানা, কুমিল্লা জেলা প্রশাসক, কুমিল্লা পুলিশ সুপার বরাবর একটি আবেদন পত্র দাখিল করেন গ্রামবাসী।
এব্যাপারে গ্রাম পুলিশ মোঃ শাহআলম জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা। গ্রামের জমি সংক্রান্ত দু’পক্ষের একটি মামলা রয়েছে।