স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের বর্তমান সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন টি আর ও কাবিটা প্রকল্পের সোলার প্যানেল স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মৈশাদী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসহ ৩টি স্থানে এ স্ট্রিট লাইট স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক, ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার ফারুক সরকার, মুক্তিযোদ্ধ আলহাজ্ব বশির উল্ল্যাহ, মুক্তিযোদ্ধা সার্জেন্ট আবদুল আজিজ খান প্রমুখ।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচিত প্রচার সম্পাদক, মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিক বলেন তৃনমূল পর্যায়ের জনগনের ডিজিটাল নাগরিক সেবা আরো তরান্তিত করার জন্য সরকার গ্রামীণ অবকাঠামোর বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ সব কার্যক্রমের কারনে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ অতিদ্রুত বাস্তবায়ীত হবে, তৃনমূলের সেবা আরো বৃদ্ধি পাবে।