রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা মতলব দক্ষিণে বেপরোয়া জৈনপুর বাস কেড়ে নিল যুবকের প্রাণ  মতলব দক্ষিণের ঘোড়াধারী গ্রামে যৌথ বাহিনীর অভিযান// ৫  কিশোর গ্যাং আটক // দেশীয় অস্ত্র উদ্ধার  হাটখোলা মসজিদে আধুনিক ডিজাইনের অজুখানা নির্মাণ কাজের শুভ উদ্বোধন। বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। পুরান বাজারে ইলেকট্রনিক্স দোকানে চুরি // ৩ চোর আটক   ঈদ বিনোদন চাঁদপুর তিন নদীর মোহনায় ছুটির দিনে দর্শনার্থীর উপচে পরা ভীড় ইসলামী ছাত্র আ‌ন্দোলনের সা‌বেক ও বতর্মান দা‌য়িত্বশীল‌দের ঈদ পুন‌র্মিলনী স্বাস্থ‌্য স‌চেতনতা বৃ‌দ্ধির ল‌ক্ষে চাঁদপু‌রে ক‌্যা‌বের উ‌দ্যো‌গে স‌চেতনতামূলক লিফ‌লেট ও মাক্স বিতরণ চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে নারী যাত্রীর মৃত্যু

যেভাবে মিলবে টিকার সনদ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৫০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার দুই ডোজ নেয়ার একদিন পর থেকেই সুরক্ষা অ্যাপ থেকে টিকা সার্টিফিকেট বা সনদপত্র সংগ্রহ করা যাবে। এজন্য আগে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিতে হবে। পরে সুরক্ষা অ্যাপে অনলাইন থেকেই সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করা যাবে।

জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার একটি সূত্রে জানা গেছে, গত দুই দিন আগে সুরক্ষা অ্যাপে টিকা সনদ ক্যাটাগরি যোগ করা হয়েছে। এর আগে সেভাবে এই ক্যাটাগরি সক্রিয় ছিলো না।

সুরক্ষা অ্যাপে দেখা গেছে, অ্যাপটিতে মোট ৮টি ক্যাটাগরি দেয়া আছে। এর মধ্যে টিকা সনদ ৫ নাম্বার ক্যাটাগরিতে আছে। এখানে ক্লিক করলেই আপনাকে একটা ফরম দেয়া হবে। এই ফরমে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে ‘যাচাই করুণ’ বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে ‘টিকা সনদপত্র ডাউনলোড’ বাটনে ক্লিক করলে টিকা সনদ সংগ্রহ করা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বাংলাদেশ জার্নালকে বলেন, ‘গত দুই দিন আগে এই ক্যাটাগরি ‘টিকা সনদ’ সচল হয়েছে। এর আগে এখান থেকে সনদ সংগ্রহ করা যেতো না। আর ইতিমধ্যে অনেকেই সনদপত্র সংগ্রহ করা শুরু করেছে।’

রোবেদ আমিন জানান, তিনি নিজেও সনদপত্র সংগ্রহ করেননি। আজ সনদপত্র সংগ্রহের চেষ্টা করবেন।

তিনি আরো জানান, দুই ডোজ সম্পূর্ণ হয়েছে এমন মেসেজ যারা পাচ্ছেন তারাই সুরক্ষা অ্যাপ থেকে করোনা টিকার সার্টিফিকেট বা সনদপত্র সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, বুধবার পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭১ লাখ ৬৮ হাজার ৮০৯ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৫৭ লাখ ৬১ হাজার ৯০২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ১৮ লাখ ১৫ হাজার ৯৮৭ জন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে করোনাভাইরাসের টিকা দান কর্মসূচি শুরু হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com