ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
মো আবুল হাসান
বাসচালক হত্যার প্রতিবাদে রংপুর বিভাগের চার জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ প্রশাসনের বিভিন্ন আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২৫ এপ্রিল রোজ বৃহস্পতিবার রাত ৮ টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দিনাজপুর ডিসি কার্যালয়ে শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়।
বৈঠকে নিহত বাস চালক জালাল উদ্দিনের ভূমিহীন পরিবারকে ৫ শতক জমি প্রদান আড়াই লাখ টাকা ব্যায়ে ওই জমিতে বসবাসের জন্য বাড়ি তৈরি এবং প্রতিমাসে তার পরিবারকে ৩ হাজার টাকা দেয়ার আশ্বাস দেন ডিসি মাহমুদুল আলম।
বৈঠকে ডিসি মাহমুদুল আলম অতিরিক্ত ডিসি বজলুর রশিদ অতিরিক্ত এসপি কাজেম উদ্দিন বাংলাদেশ মোটর পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল গফুর মিয়া দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফজলে রাব্বী ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারীসহ ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী জেলার পরিবহন শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ধর্মঘট প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেল আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এরমধ্যেই সবরুটে যানবাহন চলাচলের জন্য শ্রমিক সংগঠনগুলোকে জানিয়ে দেয়া হয়েছে।